নড়াইলে ধানক্ষেতে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামের বিলের মধ্যে ধানক্ষেতে একটি প্রশিক্ষণ বিমান জরুরী  অবতরণ করেছে।

বুধবার (৩ এপ্রিল) পৌনে ৩টার দিকে যান্ত্রিক ত্রুটির কারনে বিমাণটি অবরতণ করে। তবে বিমানে থাকা দুইজন স্কাটন লেডার নাদিম ও মাহফুজ সুস্থ্য আছেন।

খবর শুনে নড়াইল থেকে নড়াইল ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিমানটি বিলের একটি ধানের ক্ষেত্রে নেমে পড়ে। তাৎক্ষণিকভাবে বিলের অবস্থানরত কৃষক ও এলাকাবাসী বিমানের কাছে ছুটে যান। বিমানটি অবতরণের পর ভীতর থেকে দুইজন লোক বের হয়ে আসেন। তারা দুজনেই সুস্থ্য আছে।

নড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, যান্ত্রিক ত্রুটির কারনে বিমানটি অবতরণের খবর পাই বিকাল তিনটার দিকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। প্রশিক্ষণ বিমানে থাকা দুইজন স্কাটন লেডার নাদিম ও মাহফুজ সুস্থ্য আছে। খবর শুনে যশোর থেকে বিমান বাহিনীর একটি হেলিকাপ্টার ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে প্রশিক্ষণ বিমান অবতরণের খবর শুনে শত শত উৎসুক নারী পুরুষ বিলের মধ্যে বিমান দেখার জন্য ভীড় করেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রত্যাগত অভিভাসী, ফিরে এলেও পাশে আছি...

নড়াইলে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: শিক্ষা-ধর্ম-সম্প্রীতি প্রকল্পের মূলনীতি এ স্লোগানকে সামনে...

নড়াইলে নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী...

নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: ‘স্মাট বাংলাদেশ বির্নিমাণে খাবার খাবো পুষ্টিগুণে’,...