spot_img

বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৫

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোরেলগঞ্জের পল্লীতে প্রকাশ্য জনসম্মুখে কৃষক হাকিম জোমাদ্দারকে হত্যার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে।

নিহতের ভাই হারুন জোমাদ্দার বাদী হয়ে প্রতিবেশী বারেক হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদারকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মোড়েলগঞ্জ থানায় শুক্রবার রাতে দায়ের করা মামলায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, আব্দুস সালাম ফকির, হাসান হাওলাদার, নাজমা বেগম, লাইজু বেগম ও জাহানারা বেগম।

বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেলো ভ্যানচালকসহ ৩ যাত্রীর

গ্রেফতার পাঁচ আসামিকে শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান করা হয়।

এর আগে, শুক্রবার বেলা ৮টার দিকে উপজেলার গুয়াতলা গ্রামের আইয়ুব আলী জোমাদ্দারের ছেলে আব্দুল হাকিম জোমাদ্দারকে (৬২) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিবেশি শহিদুল ইসলাম ও তার সহযোগীরা। এ সময় আরো ৬/৭ জন আহত হন। হত্যাকাণ্ডের খবর পেয়ে মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান ও বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ অবস্থান করছে। আমরা এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করতে পেরেছি। বাকী আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

বাগেরহাটে তিনটি চোরাই ভ্যান উদ্ধার, ২ জন গ্রেফতার

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাটে বৃহস্পতিবার(১৮ জুলাই) চার্জে দেয়া...

বাগেরহাটে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজাদুল হক, বাগেরহাট: কোটাবিরোধী আন্দোলনের নামে মুক্তিযোদ্ধা সম্পর্কে কটুক্তি...

বাগেরহাটে ব্রীজের সাথে অটো ভ্যানের ধাক্কা, চালক নিহত

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী বাজার এলাকায়...

বাগেরহাটে ৬টি চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ, ১০ লাখ টাকার ক্ষতি

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার নলধাবাগ এলাকায় এক...