বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেলো ভ্যানচালকসহ ৩ যাত্রীর

আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলার খুলনা -মোংলা মহাসড়কে দ্রুত গতির ট্রাকচাপায় প্রান গেল দরিদ্র ভ্যানচালকসহ তিন যাত্রীর।

শনিবার (২৭ এপ্রিল) ওই সড়কের চেয়ারম্যান বাড়ি মোড় এলাকায় এ দুঘর্টনা ঘটে।

পুলিশ ট্রাকসহ ঘাতক চালককে হেফাজতে নিয়েছে।

ট্রাকচাপায় নিহতরা হলেন, উপজেলার ঝনঝনিয়া এলাকার রাজ্জাক মোড়লের ছেলে সাইদ মোড়ল (৪৫) একই এলাকার ইকলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল (৩৫) ও ভ্যান চালক একই উপজেলার কুমলাই গাববুনিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মনি (৪৫)। ঘটনার বর্ননা দিয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ বলেন. শনিবার সকাল ৮ টার দিকে খুলনা- মোংলা মহাসড়কের রামপাল চেয়ারম্যানের মোড়ের কাছে বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক (যশোর-ট -৩৮০৬) বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটরিচালিত ভ্যান কে চাপা দেয়। এতে ভ্যান যাত্রী সাইদ মোড়ল ঘটনাস্থলে নিহত হয়। আর ভ্যানচালক মনি ও অপর যাত্রী আজাদ কে স্থানীয়রা উদ্ধার করে রামপাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজন কে মৃত ঘোষনা করেন।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখে।

ট্রাকের চালক সাফায়েত হোসেনকে (১৮) আটক করা হয়েছে।

সাফায়েত যশোর চৌগাছা উপজেলার চান্দা আফরা গ্রামের সামছুল গাজীর ছেলে। এ ঘটনায় আইনগত কার্য্যক্রম চলমান রয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

সদর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো: চেয়ারম্যান প্রার্থী বিপুল

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা মাইক লাইট মালিক কল্যাণ সমিতির...

কর্মবিরতিতে অচল ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে ঝিনাইদহ...

রাত পোহালেই বাগেরহাটের দুই উপজেলায় ভোট

আজাদুল হক, বাগেরহাট: রাত পোহালেই চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ...