পরকীয়া করে বিয়ে, মেয়েকে পিটিয়ে মারলেন বাবা

শরীয়তপুরে সৎ বাবার মারধরে রাবেয়া আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর সৎ বাবা মঞ্জুরুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাবেয়ার মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ছয় বছর আগে কুমিল্লা জেলার রুনা আক্তারের সঙ্গে বিয়ে হয় গাইবান্ধা জেলার রিকশা চালক রাশেদের। তাদের সংসারে দুইটি মেয়ে সন্তানের জন্ম হয়। তবে কয়েক মাস আগে রুনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চট্টগ্রামের টিউবওয়েল শ্রমিক মঞ্জুরুল আলমের। ১৭ দিন আগে তারা দুইজনে পালিয়ে বিয়ে করেন। শরীয়তপুর সদর উপজেলার ডোমসার এলাকার স্থানীয় বাসিন্দা এসকেন্দারের বাসায় ভাড়া থাকা শুরু করেন তারা। কিন্তু আগের পক্ষের শিশু সন্তান রাবেয়াকে সঙ্গে নিয়ে আসেন রুনা আক্তার।

বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

গত সপ্তাহে রাবেয়া প্রস্রাব-পায়খানা করলে সৎ বাবা মঞ্জুরুল আলম শিশুটির হাত-পা বেঁধে নির্যাতন চালান বলে অভিযোগ করেন তার মা রুনা আক্তার।

কান্নাজড়িত কণ্ঠে মা রুনা বলেন, সেদিন রাবেয়ার শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়। একই কারণে রবিবার রাতেও আমার মেয়েকে মারধর করেন মঞ্জুরুল। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ১০০ টাকা ধার করে সোমবার বেলা ১১টার দিকে রাবেয়াকে সদর হাসপাতালে নিয়ে আসি। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ের মৃত্যু হয়। তাকে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মিতু আক্তার বলেন, শিশুটির শরীরে আঘাতের বেশ কিছু চিহ্ন ছিলো। এ ছাড়া শিশুটির শ্বাসকষ্ট ও জ্বর ছিলো। আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ডও করি। কিন্তু তাকে নেয়ার আগেই হাসপাতালে মারা যায়।

মাদারীপুরে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ২

যেহেতু শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়, তার জন্য ময়নাতদন্ত করতে হবে বলে জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সৎ বাবা নির্যাতন করে মেয়েকে খুন করেন বলে অভিযোগ করেছেন এক মা। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু রাবেয়া মারা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রাবেয়ার মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

হিট স্ট্রোকের ভয়ে চাঁদের আলোয় ধান কাটছেন চাষিরা

অতিরিক্ত গরমে দিনে হিট স্ট্রোকের ভয়ে শরীয়তপুরে চাঁদের আলোয়...