চাকরি দেবার নামে প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই

চাকরি দেয়ার নাম করে মানুষের কাজ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিষয়টি অনুসন্ধান করার কারণে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক এমন অভিযোগ করে যশোর কোতোয়ালি থাকায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক এশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীম।

১১ অক্টোবর তিনি এই জিডি করেছেন। অনলাইন নিউজ পোর্টল স্বাধীন আলো এ খবরটি প্রকাশ করেছে।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ আউটসোর্সিংয়ে চাকরির নামে অসহায়, গরিব, প্রতিবন্ধীসহ অনেক মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।

যশোরে চাকরির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাংবাদিককে হত্যার হুমকি

প্রতারণার ব্যবসায় নেমেছে এক শ্রেণির মানুষ। তারা চাকরি দেবার নামে বেকারদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করছে। কিন্তু এর কোনো প্রতিকার নেই। এই ব্যবসার সাথে যারা জড়িত তাদের ন্যুনতম মানবিক মূল্যবোধ আছে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। দেশের হাজার হাজার মানুষ তাদের সর্বস্ব শেষ করে এই প্রতারকদের হাতে তুলে দিচ্ছে। অনেকের মাথা গোঁজার ঠাইটুকুও থাকছে না।

গ্রামগঞ্জে এভাবে প্রতারকরা মানুষের সাথে প্রতারণা করছে তারা মানুষকে মিষ্টি কথায় ভুলিয়ে তাদের সর্বনাশ করে চলেছে একে একে। এমন কোনো গ্রাম নেই যে সে গ্রামে এভাবে দুই-দশজন প্রতারণার শিকার হয়নি। বর্তমান সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের বিষয়ে কড়াকড়ি ব্যবস্থা আরোপ হচ্ছে। প্রতারকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে। যা জাতির জন্য বড়ই ক্ষতিকর হবে।

অভিযোগ শোনা যায়, এসব প্রতারকদের নাকি সন্ত্রাসী বাহিনী আছে। যতো ঝক্কি-ঝামেলা তারাই হুমকি দেখিয়ে এমন কি পেশিশক্তি প্রয়োগে করে মোকাবেলা করে। ফলে অনেকে তাদের সর্বস্ব শেষ করে প্রতারকদের হাতে তুলে দিয়ে পথের ফকির হলেও কিছুই করতে পারছে না।

এ ক্ষেত্রে রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়া এ সব দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। মাদক, সন্ত্রাস প্রভৃতি শক্তহাতে দমন করে সরকার যে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে, এই প্রতারকদের দমনেও সেই রূপ কঠোর ভূমিকা নিতে হবে। আমরা মনে করি এমন একটা পদক্ষেপ নিলে সাধারণ মানুষ অন্তত ঘরের টাকা পরের হাতে তুলে দিয়ে নিঃস্ব হওয়া থেকে রেহাই পাবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নকল স্যালাইন প্রস্তুতকারীদের কঠোর শাস্তি চাই

সম্পাদকীয়: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তদারকি...

পুলিশ পরিচয় দেয়া দুর্বৃত্তদের বিষদাঁত ভেঙে দিতে হবে

সম্পাদকীয়: পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা জনমনে ভীতির সঞ্চার করে।...

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা মানুষের মাঝে অনাবিল শান্তি এনেছে

সম্পাদকীয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের অর্থনীতি পাল্টে গেছে।...

নারী নির্যাতনের একি পাশবিক চিত্র!

সম্পাদকীয়: বাগেরহাটের মোংলায় কেটলির গরম পানি নিক্ষেপ করে মুন্নি...