যশোরে পুলিশের চাকরি দেয়ার নামে প্রতারণা, আটক ২

নিজস্ব প্রতিবেদক: পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণাকালে দুই প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে স্বাক্ষরিত একশটি ব্যাংক চেকের পাতা, ৩১০টি অলিখিত স্ট্যাম্প এবং বিভিন্ন পরীক্ষার ১৪৭টি প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার মণিরামপুর থেকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

আটককৃতরা হলো, মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের পলাশ কুশারী এবং দুর্গাপুর গ্রামের বুলবুল মোড়ল।

ডিবি পুলিশ জানিয়েছে, চলতি বছরে জেলা পুলিশ কনস্টেবল পদে যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের শ্যামল কুমার দাসের ছেলে সৌরভ কুমার দাস। তাকে চাকরি দেয়ার কথা বলে ওই চক্রটি ১৩ লাখ টাকা চুক্তি করে। চুক্তি অনুযায়ি চাকরি হওয়ার পরে টাকা দিতে হবে কিন্তু এর আগে জামানত হিসেবে ব্যাংক চেক ও অলিখিত স্বাক্ষর করা স্ট্যাম্প দিতে হয়েছে। তবে চাকরি না হওয়ায় এখন চেক ও স্ট্যাম্প ফেরৎ দিতে নানা টালবাহানা শুরু করছে তারা। ফলে ভুক্তভোগী ডিবি পুলিশকে অবহিত করে। ডিবি পুলিশের এলআইসি টিমের এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে আটক করেন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যশোরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ১৩৮তম মহান...

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

যশোর জেনারেল হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক: যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলার শিশু ওয়ার্ডে...

বাগেরহাটে কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলায় মোসলেম মোল্লা (৭৫)...