গুলির শব্দে আবারো কেঁপে উঠলো সীমান্তে

জেলা প্রতিনিধি, কক্সবাজার: মিয়ানমারের অভ্যন্তরে গুলির শব্দে আবারো কেঁপে উঠলো সীমান্তের এপারের কক্সবাজারের টেকনাফ উপজেলা।

শুক্রবার (৫ এপ্রিল)গুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন সীমান্তবর্তী হ্নীলা, হোয়াইক্যং ও সাবরাং ইউনিয়নের একাধিক বাসিন্দা। এর আগে, গত ৩১ মার্চ সবশেষ গুলির শব্দ শুনতে পেয়েছিলেন তারা।

হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে সাদেক হোসাইন বলেন, সেহরির পর মিয়ানমার থেকে গুলির আওয়াজ আমাদের এলাকায় ভেসে আসে। অতিরিক্ত আতঙ্ক না থাকলেও আশঙ্কা থেকে যায়।

একই ইউনিয়নের উনচিপ্রাং বাজারের ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, এক-দুইদিন পরপর মিয়ানমার থেকে বিকট শব্দ আসে। অনেকে আতঙ্কে থাকেন। প্রতিদিনের ঘটনা মনে করে অনেকের মধ্যেই এখন আর ভয় কাজ করে না।

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ফারিহা ইয়াসমিন বলেন, কয়েকদিন পর আজ শুক্রবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরে গুলির আওয়াজ শোনা গেছে। সাবরাং ইউনিয়নের বিভিন্ন সীমান্ত থেকে থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়ারী বলেন, মিয়ানমারের অভ্যন্তরের বিকট শব্দ আমাদের এপারের সীমান্ত বাসিন্দাদের জন্য নিয়মিত ঘটনার মতো হয়ে গেছে। কেউ অতিরিক্ত আতঙ্কে আছে বলে জানায়নি। বিকট শব্দ পেলেই আমরা সংশ্লিষ্টদের অবগত করি।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ফের বাংলাদেশে ঢুকলো ৪০ বিজিপি সদস্য

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) ৪০ মিয়ানমার নাগরিক ফের বাংলাদেশে...

বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও...

মিয়ানমারে কারাভোগ শেষে ১৭৩ বাংলাদেশি কক্সবাজারে

মিয়ানমারের বিভিন্ন জেলে কারাভোগ শেষ করে এবং সাজা মওকুফের...

বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, কক্সবাজার: জেলার রামুতে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে...