চৌগাছায় প্রণোদনা পেলেন গাছিরা, করা হচ্ছে সমবায় সমিতি

যশোরের চৌগাছায় খেঁজুর গাছ কাটা গাছিদের নিয়ে গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে তাদের মধ্যে প্রণোদনার সরিষা, মসুর ও পেয়াজ বীজ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ ঈদগাহ চত্বরে এই গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরুফা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হুসাইন, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান, খেঁজুর গাছ ও গুড় গবেষক সৈয়দ নকিব মাহমুদ, প্রেসক্লাব চৌগাছার সেক্রেটারি জিয়াউর রহমান রিন্টু। গাছিদের পক্ষ থেকে হাকিমপুর ইউনিয়নের চাকলা গ্রামের আব্দুল কুদ্দুসসহ কয়েকজন।

সমাবেশে ইউএনও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের গাছিদের একটি করে সরকারি সমবায় সমিতি করে দেয়া হচ্ছে। এরই মধ্যে ৪টি ইউনিয়নে সমিতি গঠন সম্পন্ন হয়েছে। একটি ওয়েবসাইট খুলে গাছিদের ছবিসহ নামের তালিকা ও মোবাইল নম্বর দিয়ে দেয়া হবে। যেনো দেশের যে কোনো প্রান্ত থেকে ক্রেতারা সরাসরি গাছিদের কাছ থেকে খেঁজুর গুড় ক্রয় করতে পারেন। এছাড়া গাছিদের প্রশিক্ষণ প্রদান ও সরঞ্জাম প্রদান এবং সরকারি প্রণোদনার আওতায় আনা হয়েছে। যা অব্যাহত রাখা হবে।

এর বিনিময়ে গাছিদের কাছে তিনি অনুরোধ করেন কোনোভাবেই গুড়ে ভেজাল দেয়া যাবে না, বেশি বেশি খেঁজুর গাছ লাগাতে হবে এবং নতুন প্রজন্মকে গাছ কাটার প্রশিক্ষণ দেয়া অব্যাহত রাখতে হবে। গাছিরা এসব বিষয়ে একমত পোষণ করেন।

সমাবেশ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে খেঁজুর গাছ কাটা ও রস ভাইরাস মুক্ত রাখা, খেঁজুর গুড় থেকে গুড়ের চিনি তৈরি এবং চৌগাছায় ‘খাটি খেঁজুর গুড়ের মেলা’র ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষে গাছিদের মধে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রণোদনার সরিষা, মসুর ও পেয়াজ বীজ এবং সার প্রদান করা হয়। সমাবেশে পাঁচ শতাধিক গাছি অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হুসাইন বলেন, উপজেলার প্রায় ১৪০০ খেঁজুর গাছ কাটা গাছিকে কৃষি বিভাগের বিভিন্ন প্রণোদনার আওতায় চলতি মৌসুমে প্রণোদনার বিভিন্ন বীজ ও সার প্রদান করা হবে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

ঢাকা অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের...

ফোর্বসের ‘৩০ অনূর্ধ্ব ৩০’ এশিয়া তালিকায় ৯ বাংলাদেশি

ঢাকা অফিস: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে যারা পরিবর্তন আনছেন এবং...

নির্বাচনে প্রার্থী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে ছাড় দেয়া হবে না: যশোরে ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান...