spot_img

পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে রাজি মালিকপক্ষ

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে মালিকপক্ষ। তবে মজুরি কত নির্ধারণ করা হবে তা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী মিটিংয়ে এ ব্যাপারে প্রস্তাবনা আকারে জানানো হবে। এছাড়া সরকার যা সিদ্ধান্ত নেবে মালিকপক্ষ তা মেনে নেবে।

বুধবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের অফিসে সভা শুরু হয়।

সভায় মালিকপক্ষ থেকে বলা হয়, যারা রাস্তায় আন্দোলন করছেন তারা বেশিরভাগই শ্রমিক না। সিদ্ধান্ত নেয়ার আগে আন্দোলনের কোনো মানে হয় না।

শ্রমিক হত্যার ব্যাপারে মালিকপক্ষ থেকে বলা হয়, গুলি অনেকেই করতে পারে। কেউ বলতে পারবে না সরকার বা পুলিশ গুলি করেছে। বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যা সিদ্ধান্ত নেবে তাই মেনে নেয়া হবে। এরপর যারা রাস্তা-ঘাট বন্ধ করে আন্দোলন করছেন তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়।

সভায় শ্রমিকপক্ষ থেকে বলা হয়, ২০ হাজার ৩৯৩ টাকার কথা আমরা বলেছি। এর মধ্যে কেউ এসে বলছে ২৩ হাজার, কেউ আবার বলছে ২৫ হাজার। এটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য করা হচ্ছে।

শ্রমিকপক্ষ থেকে কাজে যোগদানের আহবান জানানো হয়। নৈরাজ্য সৃষ্টি হলে ট্রেড ইউনিয়ন প্রশ্নবিদ্ধ হবে। যারা রাস্তায় আছেন তাদের ভুল বোঝানো হচ্ছে। তৃতীয় পক্ষ সুবিধা আদায় করার চেষ্টা করছে বলে দাবি করা হয়।

ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলি জানান, মজুরি আরো বৃদ্ধির পক্ষে মালিকপক্ষ সম্মত হয়েছেন৷ শিগগিরই এ বিষয়ে আরেকটি মিটিং হবে।

৭ গ্রেডের বদলে পাঁচটা গ্রেড হবে। এ ব্যাপারে মালিকপক্ষ সম্মত হয়েছে। চেষ্টা চলছে নভেম্বরের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার।

সভায় শ্রমিকদের পক্ষ থেকে ছিলেন সিরাজুল ইসলাম রনি। অন্যদিকে মালিকদের পক্ষ থেকে ছিলেন সিদ্দিকুর রহমান।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র...

‘দেশকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে এমন সহিংসতা’

ঢাকা অফিস: দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো...

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা অফিস: বাংলাদেশে কোটা আন্দোলন মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপের...

খুলনাসহ ৮ বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

ঢাকা অফিস: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে...