পাসওয়ার্ডকে বিদায় জানালো গুগল, এখন দিতে হবে পাসকি

গুগল কিছু দিন আগেই ঘোষণা করেছিলো, পাসওয়ার্ডকে তারা চিরতরে বিদায় জানাতে চলেছে। তার পরিবর্তে আসছে পাসকি। এবার পাসওয়ার্ডকে বিদায় জানিয়ে প্রত্যেক ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টে ডিফল্ট সাইন-ইন প্রক্রিয়ার জন্য পাসকি চালু করে দিলো সার্চ ইঞ্জিন জায়ান্টটি। পাসকি ফিচারটি বাই ডিফল্ট তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। অর্থাৎ, অ্যাকাউন্ট সেটিংস থেকে এর সেটআপ প্রক্রিয়াটি ব্যবহারকারীদের ম্যানুয়ালি সার্চ করতে হবে না।

এখন জেনে নিন কী এই পাসকী, আর এর সুবিধা কী-

মূলত পাসওয়ার্ডের থেকে পাসকি অনেক বেশি সুরক্ষিত এবং তা ব্যবহারও সুবিধাজনক। পাসকিগুলো ব্যবহারকারীদের বিভিন্ন গুগল অ্যাপে লগইন করতে দেয় এবং ওয়েবসাইটগুলোতে ঢুঁ মারতে দেয় বায়োমেট্রিক সেন্সর (ফেশিয়াল রিকগনিশন বা ফিঙ্গারপ্রিন্ট), প্যাটার্ন, পিনের মাধ্যমে। অর্থাৎ গুগল ব্যবহারকারীদের এবার লগইন করতে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না।

তবে যদি আপনি এখনই পাসকি ব্যবহার করতে না চান তাহলেও কোনো সমস্যা নেই। আগের মতোই পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। একেবারেই পাসওয়ার্ড বাদ হচ্ছে না এখনই। চাইলে আগের মতোই প্রথাগত পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। অর্থাৎ পাসওয়ার্ড নাকি পাসকি কী ব্যবহার করবেন, তা বেছে নেয়ার দায়িত্বভারটাও ব্যবহারকারীদের হাতেই তুলে দিয়েছে গুগল।

যেভাবে আপনার গুগল অ্যাকাউন্টে পাসকি সেট আপ করবেন-

* এজন্য আপনাকে প্রথমেই যেতে হবে g.co/passkeys-এ।

* যদি অ্যান্ড্রয়েড ফোনে সাইন-ইন করে রাখেন, সেক্ষেত্রে পাসকি রেজিস্টার করা হতে পারে অটোমেটিক্যালি।

* পাসকী ব্যবহার করার জন্য আপনাকে ‘ইউজ পাসকি’ অপশনে ট্যাপ করতে হবে। আবার পাসকি ব্যবহার করতে আপনাকে ট্যাপ করতে হবে ‘ক্রিয়েট অ্যা পাসকি’ অপশনে।

ইউটিউব থেকে শুরু করে সার্চ, ম্যাপ, নাও, উবর এবং ইবে-র মতো গুগল অ্যাপগুলো এরই মধ্যেই তাদের প্ল্যাটফর্মে পাসকি চালু করেছে। ইউটিউবও খুব শিগগির পাসকি সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

এসি হতে পারে ক্ষতির কারণ

তাপমাত্রা যতো বাড়ছে এসি বা এয়ার কন্ডিশনারের ব্যবহারও ততো...

হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি, ভিডিও ও ডকুমেন্ট

বিশ্বজুড়ে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এই অ্যাপের...

ঈদের দিন ঘুরতে বের হলে করণীয়

ঈদের দিন শুধু নিজের পরিবারের সদস্যদের সঙ্গেই আনন্দ ভাগাভাগি...

যে ৫ ভুলে ঘটতে পারে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ

বাসাবাড়িতে দিনদিন বেড়েই চলছে এলপিজি সিলিন্ডারের ব্যবহার। দেশের বিভিন্ন...