বেনাপোলে হিজড়ার লাশ উদ্ধার

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের রেশমা নামে এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

আটক ফারুক হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের বাসিন্দা।

সোমবার (১১ মার্চ) কাগজপুকুর প্রাইমারি স্কুলের ১০০ কাজ দূরে একটি সীমানা প্রাচীরের পাশে মাটিতে পোতা মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের হয়ে কাজ করতেন রেশমা হিজড়া। এসব মালামাল বেনাপোল থেকে যশোরে পাচার করতেন। আজ সকালে স্থানীয় লোকজন স্কুলের অদূরে একটি আমবাগানের পাশে গেলে সেখানে কবর দেয়ার মতো দেখতে পায়। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে গিয়ে গর্ত খুঁচে মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করেন।

সীমান্তের বিশেষ সূত্রগুলো জানিয়েছেন, রেশমা হিজড়া বেনাপোল ইমিগ্রেশন ও বেনাপোল রেলস্টেশন ব্যবহার করে একটি চোরা কারবারী চক্রের মালামাল আনা নেয়া করতেন। প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের হেনস্ত করে ইমিগ্রেশন কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাদের জিম্মি করে তিনি এ কাজ করে আসছিলেন।

বেনাপোল পোর্ট থানার অফিসা ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে বেনাপোল ও যশোর জেলা পুলিশের একটি টিমের সমন্বয়ে যৌথভাবে গর্ত খুঁছে মাটি সরিয়ে মনররদহাটটি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

তবে কে বা কারা কি কারনে এ হিজড়াকে খুন করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। পুলিশের কয়েকটি টিম ঘটনা স্থলে আছে। তারা অনুসন্ধান চালাচ্ছে।কারা কি কারনে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে এএসপি নাভারন সার্কেল নিশাদ আল নাহিয়ান বলেন, কাগজপুকুর গ্রাম থেকে রেশমা নামে এক হিজড়ার লাশটি উদ্ধার করা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান ঘটনার সাথে আরো ৫/৬ জন জড়িত তাদেরকে আটকের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

শার্শায় ফুটবল খেলতে গিয়ে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ফুটবল খেলতে গিয়ে রাফসান (১১)...

যশোর বোর্ডে এসএসসির ৩৭ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন

নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার উত্তরপত্র...

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে: সিইসি

ঢাকা অফিস: দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদ নির্বাচনে ৩০...

আরো ২০ হাজার ভূমিহীন পরিবার ঘর পাচ্ছেন

ঢাকা অফিস: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’ এর আওতায়...