বাগেরহাটে ঝড়ে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ, নিহত ১

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটে আকস্মিক কালবৈশাখী ঝড়ে আঘাত করেছে।

রবিবার (৭ এপ্রিল) কালবৈশাখীর পাশাপাশি বজ্রপাত ও বৃষ্টি হয়েছে।

এ সময় বজ্রাঘাতে একজন নিহত এবং ঘর ও গাছ চাপা পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আকস্মিক ঝড়ে প্রায় দেড়শত ঘর বাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঝড়ের কবলে পড়ে বাগেরহাট সদর উপজেলার পুটিমারি, রাধাবল্লভ, গোবরদিয়য়, ডেমা, বাঁশবাড়িয়া ও কচুয়া সহ জেলার বিভিন্ন স্থানে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝরে একটি ভারী বিলবোর্ড পড়ে একটি বাস ও পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত এবং দুইজন বাস শ্রমিক আহত হয়েছে।

ঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করা হচ্ছে বলে জানান বাগেরহাট জেলা প্রশাসক। রবিবার বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লব বেড়িবাধ এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, বাধের পাশে আশ্রয় নেয়া তারা ভানু খোলা আকাশের নিচে সন্তানদের নিয়ে বসে আছে। তার ভাষায়, মুহূর্তের মধ্যেই ঘর উড়িয়ে নিয়ে সব শেষ শেষ করে দিয়েছে এখন ঘরের পোতা ছাড়া কিছু নেই, কি করবো কোথায় যাবো বলে কেঁদে উঠেন।

তবে রবিবার স্থানীয় কোন জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে যায়নি বলে ক্ষতিগ্রস্থরা জানায়। অপরদিকে বেলা সোয়া ১০ টার দিকে জেলার কচুয়া উপজেলার চরসোনাকুড় এলাকায় তরমুজ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আরিফুল ইসলাম ওরফে লিকচান সরদার (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে বাগেরহাট পুলিশ অফিস জানায়। বাগেরহাটের জেলা প্রশাসক খালিদ হোসেন বলেন, আকস্মিক ঝড়ে বেশকিছু ঘরবাড়ীর ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে ক্ষতিপূরণ নিরূপণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে তালিকা পেলেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

রাত পোহালেই বাগেরহাটের ৩ উপজেলায় ভোট, দুই ওসি ক্লোজ

আজাদুল হক, বাগেরহাট: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের...

যশোরে ইজিবাইক চালক হত্যা, ৫ আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলায়...

যশোরের নরেন্দ্রপুরে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিপুলের নির্বাচনী পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের...

শার্শায় স্ত্রীকে মারধর, মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে দেড় লাখ টাকা যৌতুক দাবিতে মারধরের...