বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলো, খুলনা লবনচরা এলাকার শহিদুল ইসলাম হাওলাদার ও তার স্ত্রী শাফিয়া বেগম।

বাগেরহাটে ৪টি চোরাই গরু উদ্ধার, ৩ চোর আটক

খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) জানায়, গ্রেফতারকৃত আসামি শহিদুল ইসলাম হাওলাদার এবং তার স্ত্রী শাফিয়া বেগম খুলনা জেলার অবৈধ মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ খুলনাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো। ১ মে ৩২০ পিস ইয়াবাসহ দুইজন খুলনার হরিণটানা জিরো পয়েন্ট এলাকা হতে গ্রেফতার হয়। এ ঘটনায় এসআই ফরিদ আহম্মেদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে খুলনার হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে এ দম্পতি জামিনে মুক্তি পেয়ে পালিয়ে বেড়ায়। তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্য শেষে ঘটনার সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক আসামি শহিদুল ইসলাম হাওলাদার ও শাফিয়া বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামিদের বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এরা দুইজন পালিয়ে বাগেরহাট পৌরসভাধীন সোনাতলা এলাকায় অবস্থান করছে এমন গোপন খবরের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল রবিবার তাদের গ্রেফতার করে খুলনায় নিয়ে যায়। পরে তাদের খুলনা লবনচরা থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে পৃথকভাবে দুইজনের আত্মহত্যা

আজাদুল হক, বাগেরহাট: জেলার কচুয়া ও ফকিরহাট উপজেলার পল্লীতে...

বাগেরহাটের গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজাদুল হক,বাগেরহাট: জেলার মোল্লাহাট থানা পুলিশ বৃহস্পতিবার রাতের এ...

বাগেরহাটে সড়কে প্রাণ গেলো একজনের, আহত ৩

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাট-খুলনা মহাসড়কের ষাটগম্ভুজ মসজিদ এলাকায় নসিমন,...

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তিযোদ্ধা নিহত

আজাদুল হক, বাগেরহাট: জেলার চিতলমারী উপজেলার সাবোখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে...