চুয়াডাঙ্গায় গাঁজা ও টাকা চুরির ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: টাকা ও গাঁজা চুরির পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় দুই পক্ষের মধ্য কুপাকুপির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। আহত একজনের অবস্থা গুরুতর হয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ার মনি মিয়ার ছেলে বিপ্লব মাহমুদের বাড়ি থেকে শুক্রবার রাতে নগদ ৬০ হাজার টাকা চুরির ঘটনা। এ সময় বিপ্লবের পরিবারের সদস্যরা বাড়ির ভেতর থেকে একই পাড়ার জিয়ার ছেলে জিহাদ পালিয়ে যাচ্ছে। জিহাদের কাছে স্থানীয় শিকদার নামের এক ব্যাক্তি টাকা চুরির বিষয়ে জানতে চাইলে বলে নাঈম ও নয়ন জড়িত আছে।

এরপর পাল্টা অভিযোগ তুলে জিহাদসহ তার সহযোগীরা বলে, বিপ্লব মাহমুদ গাঁজা চুরি করে নিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্য উত্তেজনা বিরাজ করে। পরে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

বিপ্লব মাহমুদ রক্তাক্ত জখম হয়। অপর পক্ষে নাঈম ও নয়ম জখম হয়। বিপ্লব মাহমুদের অবস্থা গুরুতর হয়ায় তাকে শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চুয়াডাঙ্গা সদর থানার এস আই ভবতোষ জানান, উভয় পক্ষ দুইটি অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই জন সদর হাসপাতালে চিকিৎসাধীন ও একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যশোরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ১৩৮তম মহান...

ইতিহাসের রেকর্ড তাপমাত্রায় শ্রমজীবীদের পাশে চুয়াডাঙ্গা জেলা পুলিশ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গায়: তীব্র গরমে রিকশা ও ভ্যান চালকদের...

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...

চুয়াডাঙ্গায় মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ,’...