spot_img

যশোরে চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ আটক

সন্তান ধারণে অক্ষম নারীদের চিকিৎসার নামে প্রতারণা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগে ভণ্ড কবিরাজ জুয়েল শিকদার নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) গভীর রাতে পাবনা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল শিকদার পাবনার আমিনপুর উপজেলার দুর্গাপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা।

শুক্রবার (২০ অক্টোবর) তাকে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া আসামি জুয়েল শিকদারের জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।

যশোরে ফেনসিডিলসহ জামাল দেওয়ান আটক

পিবিআই জানিয়েছে, জুয়েল শিকদার পাবনা থেকে এসে গত ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত যশোর শহরের রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করে। এসময় হোটেল ও আশেপাশের লোকজনের কাছে বড় মাপের একজন কবিরাজ বলে পরিচয় দেন। তার চিকিৎসায় দীর্ঘদিন সন্তান ধারণে অক্ষম নারীদের ও চিকিৎসার কথা বলা হয়। একপর্যায় ওই সকল নারীদের সন্তান ধারণে সক্ষমতার চিকিৎসা করে থাকেন বলে প্রচার করেন। এই খবরটি জানতে পেরে চাঁচড়া রায়পাড়া এলাকার হোসনে আরা মুক্তি নামে এক গৃহবধূ জানতে পারেন। ১৫ বছর বিবাহ জীবনে তার কােনো সন্তান না হওয়ায় ওই কবিরাজের কাছে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করেন। ফলে তার শ্বশুর বাড়ির লোকজন ভণ্ড কবিরাজ জুয়েলের মাধ্যমে চিকিৎসা করাতে রাজি হন। গত ১২ অক্টোবর জুয়েল ওই গৃহবধূর বাসায় যান। সেখানে ভারনের মাধ্যমে জ্বীন হাজির করে মুক্তিকে জানায় আগামী আট মাস ১৭ দিন পরে তার একটি ছেলে সন্তান হবে। সে ক্ষেত্রে মুক্তির কিছু কাজও করতে হবে। তার মধ্যে আয়না এবং মুক্তির স্বর্ণালংকার পড়ে দিবে জুয়েল। আর ওই স্বর্ণালংকার কিছু পানিতে ভিজিয়ে পান করা এবং কিছু শরীরে ব্যবহার করতে হবে। বিশ্বাস করে মুক্তির অলংকারগুলো জুয়েলের কাছে দেন। এরপর একটি ওড়না, একটি সোনার চেইন, তিনটি আংটি ও দুই ভরি ওজনের রূপার চেইন আনতে বলে। ওইগুলো আনার পরে একটি পুটলায় করে পানিতে ভিজিয়ে রেখে হোটেলে চলে আসে জুয়েল। তবে ওই সময় ভিজানো পুটলার মধ্যে মুক্তির স্বর্ণালংকার না রেখে কিছু ইমিটেশন রেখে আসেন জুয়েল। এরপর থেকেই জুয়েল এলাকা থেকে লাপাত্তা হয়ে যান। পরে ওই পুটলা খুলে মুক্তি দেখতে পান তার অলংকারগুলো নেই সেখানে আছে কিছু ইমিটেশন।

যশোরে চুরির অপবাদ দিয়ে স্কুলছাত্রকে নির্যাতন

এই ব্যাপারে মুক্তি যশোর পিবিআই অফিসে শরণাপন্ন হন। পিবিআই তদন্ত ও প্রযুক্তির মাধ্যমে জুয়েলের নাম ঠিকানা ও অবস্থান সম্পর্কে জানতে পারে।

বৃহস্পতিবার গভীর রাতে পাবনার আমিনপুরের বাড়ি থেকে জুয়েলকে আটক করা হয়। শুক্রবার আদালতে হাজির করা হলে প্রতারণার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র...

পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস:স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক...

যশোরে তালাকপ্রাপ্ত স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিবেদক: যশোরে বাড়ি দখল, মারামারি, টাকা ও স্বর্ণালংকার...

বিজিবির কঠোর নিরাপত্তায় জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল শুরু

ঢাকা অফিস: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তায় চট্টগ্রাম,...