spot_img

ভারতের বোলিং তোপে ১৯৯ রানে অলআউট অস্ট্রেলিয়া

টসের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন মন্থর উইকেটের কথা। সেই অনুযায়ী একাদশে তিন স্পিনার। তাতেই সফল ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে গুটিয়ে দিলো।

এদিন চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটিতে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। ম্যাচের শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন এ দুই ওপেনার। তবে দলীয় তৃতীয় ওভারের মাথায় জাসপ্রিত বুমরাহার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন মিচেল মার্শ। শূণ্য রানে আউট হয়েছেন তিনি। এরপর মাঠে নামেন স্টিভ স্মিথ।

এই দুই অজি ব্যাটার দেখে শুনে খেলে ৬৯ রানের জুটি গড়েন। তাদের দুইজনের জুটিতে চাপ কাটিয়ে অর্ধশত রান পার করে টিম অস্ট্রেলিয়া। তাতে অজি শিবিরে কিছুটা স্বস্তি বিরাজ করে। তবে দলীয় ১৬.৩ ওভারে ঘটে বিপত্তি। ওয়ার্নারকে ক্যাচ আউট করেন কুলদীপ যাদব। ৫২ বলে ৪১ রান করেন তিনি। ওয়ার্নার অবশ্য আউট হওয়ার আগে বিশ্বকাপে একটি রেকর্ড গড়েন। বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম এক হাজার রান করেছেন তিনি।

মাত্র ১৯ ইনিংসে হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি। পেছনে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। এতদিন শীর্ষে থাকা শচীন ২০ ইনিংসে এক হাজার রান পূরন করেছিলেন। সমান সংখ্যক ইনিংসে হাজার রানের ক্লাবে ঢুকেছিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্সও।

এদিকে ওয়ার্নার আউট হলে তৃতীয় উইকেটে ব্যাটে আসেন মার্নাশ লাবুশেন। তাকে নিয়ে দলের রানের চাকা সচল রাখে স্মিথ। তবে ব্যাক্তিগত অর্ধশত রান থেকে ৪ রান দূরে থাকতে জাদেজার বলে আউট হয়ে সাজঘরে পথ ধরেন তিন। এরপর অবশ্য উইকেটে বেশিক্ষণ টিকেননি লাবুশেনও। তিনিও দলীয় ১১৯ রানে জাদেজার বলে আউট হয়ে সাজঘরের পথ ধরেন। এরপর উইকেটে আসা এলেক্স ক্যারিও টিকতে পারেননি, রানের খাতা খোলার আগেই একই ওভারে জাদেজার শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

পরে নিয়মিত উইকেট হারাতে থাকে অজিরা। শেষ দিকে ২৪ রানের জুটি গড়েন মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। তবে দলীয় ১৮৯ রানে অ্যাডাম আউট হলে অন্য প্রান্ত আগলিয়ে রেখে রাখেন মিচেল স্টার্ক। শেষ দিকে তিনি ২৮ রানের ইনিংস খেললেও দলীয় ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন জাদেজা।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধন

স্পোর্টস ডেস্ক: এবারই প্রথম অলিম্পিক গেমসের উদ্বোধন হলো কোনো...

অলিম্পিকের শুরুতেই ডোপিংয়ের কালো থাবা

স্পোর্টস ডেস্ক: অলিম্পিক এলেই যেনো চোর-পুলিশ খেলা শুরু হয়ে...

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক: চলমান নারী এশিয়া কাপের শুরুটা ভালো না...

আজ এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের ফাইনালের ওঠার লক্ষ্যে প্রথম...