ফিলিস্তিনির ওপর ইসরায়েলের আগ্রাসন, প্রতিবাদে যশোরে বিশাল বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ইমাম পরিষদ।

বুধবার (১১ অক্টোবর) বিকালে শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে এই প্রতিবাদ কর্মসূচি করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল যুগের পর যুগ নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন, নিপীড়ন ও ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। সাম্প্রতিককালে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী মুসলমানদের ওপর বিমান হামলা চালিয়ে নারী, শিশুসহ সাধারণ ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা ও ধর্মীয় স্থাপনাসহ ঘরবাড়ি ধ্বংস করেছে।

এই নির্মম হত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্রভাবে প্রতিবাদ জানান বক্তারা।

জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতী কামরুল আনোয়ার নাঈম ও প্রচার সম্পাদক মুফতী আমানুল্লাহ কাসেমীর যৌথ সঞ্চলনায় বক্তব্য রাখেন, জেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, উপদেষ্টা মাওলানা আব্দুল মান্নান, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা আব্দুল হালীম, সহ-সভাপতি মুফতি শামসুর রহমান, যুগ্ম-সম্পাদক মাওলানা নাজির উদ্দিন, নগর শাখা সভাপতি মুফতী হাফিজুর রহমান, সেক্রেটারি মুফতি আব্দুর রহমান এজাজী, সদর থানা শাখা সভাপতি মুফতী আমানুৃল্লাহ কাসেমী, সেক্রেটারি মুফতী উবাইদুল্লাহ শাকির, জেলা ইমাম পরিষদের দফতরের সম্পাদক মুফতী মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য মাওলানা ইমদাদুল ইসলাম, মুফতী আব্দুল হান্নান ও মুফতী মাসুদুর রহমান প্রমুখ।

এসময় হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

নির্বাচনে প্রার্থী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে ছাড় দেয়া হবে না: যশোরে ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান...

বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সময়সীমা শেষ হওয়ায় ভারত থেকে চাল আমদানি...

যশোর চীফ জুডিসিয়াল আদালতে টাউট উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় টাউট...