আদালতে আত্মসমর্পণ, পৌরসভার মেয়র জাহাঙ্গীর কারাগারে

দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আপিল বিভাগ তাকে এক মাসের সাজা দিয়ে সাতদিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন জাহাঙ্গীর।

আদালতের বিচারক জুলফিকার উল্লাহ জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে যাওয়ার আগে মেয়র জাহাঙ্গীর আলম বলেন, গত কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক আদেশে তাকে এক মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আগেই জমা দিয়েছেন। ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ১২ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। তখন এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

এর আগে মেয়র জাহাঙ্গীর আলম ভিজিএফএর চাল ওজনে কম দেয়ার মামলায় গ্রেফতার হয়েছিলেন।

তিনি তিনবার মেয়র পদ থেকে বরখাস্ত হন। ৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। এছাড়া তিনি দিনাজপুর সরকারি কলেজে ১৯৯১ সালে অজয় হত্যা মামলার আসামি ছিলেন। সেই মামলায় সাজাও হয়। পরে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় সেই সাজা থেকে মুক্তি পান।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

হবিগঞ্জে হারুন আহমেদ নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় সাতজনের...

বন্ধুর ব্যাগ তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো আরেক বন্ধুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর: ট্রেনে ওঠার সময় পড়ে যাওয়া বন্ধুর...

স্কুল-মাদরাসা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা অফিস: দেশের বেশির ভাগ এলাকার ওপর দিয়ে বয়ে...

ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের

ঢাকা অফিস: খেয়াল-খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন...