সংলাপে সংকটের সমাধান খোঁজার তাগিদ জাতীয় পার্টির এমপিদের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে চলমান সংকটের সমাধান খোঁজার তাগিদ দিয়েছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) একাধিক সদস্য। এজন্য তারা সংলাপেরও আহবান জানান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সংসদের বৈঠকে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদের বৈঠকে ‌‘জেলা (পার্বত্য চট্টগ্রাম জেলাসমূহে বলবৎকরণ) বিল’ পাসের আলোচনায় অংশ নিয়ে জাপার সদস্য শামীম হায়দার পাটোয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপ ডাকার আহবান জানান। যদিও এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না। একই সময়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, এখনই সময় বঙ্গবন্ধু কন্যার একটি হাই টাইম ডায়ালগ ডাকার, শান্তি প্রতিষ্ঠা করার এবং একটা সুষ্ঠু সমাধানের দিকে দেশকে নিয়ে যাওয়ার। ভোট সামনে রেখে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সামনেও হবে। গার্মেন্টসে আন্দোলন হচ্ছে। বিএনপিও আন্দোলন করছে, সেখানেও মারামারি হচ্ছে। সংঘাত দৃশ্যমান হচ্ছে।

জাপার এই সদস্য বলেন, এ মুহূর্তে আজকে সংঘাত আছে, জনমনে আতঙ্ক আছে। যেহেতু ড্রাইভিং হুইলে আছে সরকার, যেহেতু সরকার ক্ষমতায় আছে আইন প্রণয়নের ক্ষমতা, সমাধানের ক্ষমতা সরকারের হাতে, সরকারের এ বিষয়ে ডায়ালগ ডাকা উচিত। আলোচনা করা উচিত।

জাতীয় পার্টির আরেক সদস্য হাফিজ উদ্দীন আহমদ বলেন, আজ গোটা দেশ অশান্ত। অবরোধে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। ২০১৪ সালের নির্বাচনের আগের যে পরিস্থিতি দেশ সেদিকে যাচ্ছে। এর সুষ্ঠু সমাধান জরুরি। গার্মেন্ট শ্রমিকেরা রাস্তায় নেমেছে।

হাফিজ উদ্দীন বলেন, নির্বাচন কমিশন বলছে যথাসময়ে নির্বাচন। কীভাবে হবে? ২০১৪ সালের মতো? এর কী জবাব? তিনি বলেন, শান্ত পরিবেশ ফিরিয়ে আনুন, নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনুন, শ্রমিকদের দাবি দাওয়া মেনে নিন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের

ঢাকা অফিস: স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি...

বিএনপির আরো ৬১ নেতা বহিষ্কার

ঢাকা অফিস: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায়...

সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী

ঢাকা অফিস: সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে...

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী...