ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে খুকৃবির শিক্ষকদের কর্মবিরতি, ডিন অফিসে তালা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ৭৩ জন শিক্ষকের নিয়োগসংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান এবং ৩৯ জন শিক্ষকের পদোন্নয়ন নিশ্চিতকরণ ও তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণের দাবিতে একাডেমিক, ডিন ও বিভাগীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা। একইসঙ্গে কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ রয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে বিক্ষুব্ধ শিক্ষকদের কর্মবিরতি চলাকালে তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আশিকুল আলম। এর আগে ৮ অক্টোবর থেকে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা।

ড. আশিকুল আলম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পুনর্মূল্যায়ন কমিটি ৭৩ জন শিক্ষকের ফাইল ও নিয়োগের বৈধতা যাচাই করেছে। দুই মাস ধরে প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পড়ে আছে। যার ফলে আমরা প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। এ সমস্যার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ১১ মাস স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন প্রভাষকের পদোন্নয়ন।

খুকৃবি শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান বলেন, কয়েকজন এ জটিলতা সৃষ্টির জন্য দায়ী। ৩৯ জন শিক্ষকের পদোন্নয়ন হচ্ছে না এ জটিলতার জন্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা সমস্যাটা আমলে নিচ্ছেন না। প্রয়োজনে আগামীতে প্রশাসনভবনে তালা ঝুলানোসহ আমরণ অনশন কর্মসূচি দিতে বাধ্য হবো।

গত বছর ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। যা পরে একটি বিশেষ কমিটির মাধ্যমে পুনর্মূল্যায়ন করা হয়।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

খুলনায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

খুলনা ব্যুরো: খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী নুরন্নবী শেখকে...

খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন

খুলনা ব্যুরো: খুলনার রূপসায় বামনডাঙ্গা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে...

খুলনায় সাইকেল থেকে পড়ে ইলেকট্রনিক মিস্ত্রি নিহত

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় সাইকেল থেকে পড়ে রবিউল ইসলাম...

একনেকে খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১০ প্রকল্প অনুমোদন

ঢাকা অফিস: একনেক সভায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১০টি...