আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো কোহলি

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে বিরাট কোহলির ব্যাট কথা বলতে পারেনি। মূলত বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত এক ডেলিভারিতে কুপোকাত হতে হয়েছিলো বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারকে। মাত্র ২১ রান করে আউট হয়েছিলেন তিনি।

দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের কোনো বোলার মোস্তাফিজের মত চ্যালেঞ্জ জানাতে পারেনি কোহলিকে। ফলে হাত খুলে খেলতে পারলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার। ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোহলি ৪৯ বলে খেললেন ৭৭ রানের বিধ্বংসী এক ইনিংস। দুইটি ছক্কা এবং ১১টি বাউন্ডারিতে সাজানো তার এই ইনিংস।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলির ব্যাটে ভর করে চার বল হাতে রেখেই ছয় উইকেট হারিয়ে (চার উইকেটের ব্যবধানে) জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সে সঙ্গে এবারের আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো কোহলির দল।

টস জিতেছিলেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। ব্যাট করার আমন্ত্রণ জানান তিনি পাঞ্জাব কিংসকে। যারা প্রথম ম্যাচে হারিয়েছিলো দিল্লি ক্যাপিটালসকে। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জনি বেয়ারেস্ট আট রান করে আউট হয়ে যান। এরপর ৫৫ রানের জুটি গড়েন শিখর ধাওয়ান এবং প্রাবসিরাম সিং। ১৭ বলে ২৫ রান করে আউট হন প্রাবসিরাম।

এরপরই অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। ১৭ রান করে আউট হন লিয়াম লিভিংস্টোন। সর্বোচ্চ ৪৫ রান করে বিদায় নেন শিখর ধাওয়ান। স্যাম কারান করেন ২৩ রান, জিতেশ শর্মা ২৭ রান করে আউট হন। শেষ দিকে আট বলে শশাঙ্ক সিং ২১ রান করে পাঞ্জাবকে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রানের চ্যালেঞ্জিং ইনিংস উপহার দেন।

জবাব দিতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটাররও খুব একটা সুবিধা করতে পারেননি, এক বিরাট কোহলি ছাড়া। ফ্যাফ ডু প্লেসি তিন রান, ক্যামেরন গ্রিন তিন রান, রজত পাতিদার ১৮ রান, গ্লেন ম্যাক্সওয়েল তিন রান, অনজু রাওয়াত ১১ রান করে আউট হন। দিনেশ কার্তিক শেষ মুহূর্তে ১০ বলে ২৮ রান করে মূলত বেঙ্গালুরুর জয় নিশ্চিত করেন। আট বলে ১৭ রান করেন সাবস্টিটিউট ইন মহিপাল লমরোর।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড, চূড়ান্ত হলো ১০ দল

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হবে...

হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আগের দুই ম্যাচ জিতে সিরিজে...

আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই

স্পোর্টস ডেস্ক: প্রায় শেষের দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)...

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল...