প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৪

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ: জেলার শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে কান্দিগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ৪নং শাল্লা ইউনিয়নের কান্দিগাওঁ গ্রামে কেন্দ্রের সামনে টাকা বিতরণ ও প্রার্থীর পক্ষে প্রচারণার চালানোর সময় ওই কর্মকর্তাকে হাতেনাতে আটক করে স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদেরকে আটক করো থানায় নিয়ে যায়।

চুয়াডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শাল্লার কান্দিগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেয়ার জন্য নানাভাবে প্রচারণা চালান। পরে রাত হওয়ার সাথে সাথে ওই প্রিজাইডিং অফিসারসহ চারজন চব্বিশা কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন পরে গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে থাকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘোড়া প্রতীকের পক্ষে সহকারী প্রিজাইডিং অফিসারকে টাকা বিতরণের অভিযোগ আটক করা হয়েছে। এখনো পর্যন্ত চারজন আটক আছেন।

ভোট কিনতে গিয়ে টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং করে আলমগীর হোসেন বলেন, এই ঘটনায় কান্দিগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নিজ বাড়ি থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

ঢাকা অফিস: ঢাকার দোহারে নিজ বাড়ি থেকে মা ও...

নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর: জেলার নড়িয়ায় শেখ সুমাইয়া সুমু (২০)...

যশোরসহ ১৩ জেলায় সড়কে ঝরলো ২৮ প্রাণ

যশোরসহ শনিবার (২৫ নভেম্বর) দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায়...