নিয়োগ হতে পারে লক্ষাধিক শিক্ষক, চলতি মাসেই পঞ্চম গণবিজ্ঞপ্তি

ঢাকা অফিস: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি আগামী রবিবার (৩১ মার্চ) প্রকাশিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে এদিনই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সোমবার (২৫ মার্চ) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, সবকিছু ঠিক থাকলে মার্চেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বেশি এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

চলতি বছর প্রাথমিকে নিয়োগ হবে ১৩ হাজার ৭৮১ শিক্ষক

জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্য পদের তথ্য সংশোধনের সময় দেয় এনটিআর। সোমবার তথ্য সংশোধনের সময়সীমা শেষ হবে।

এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে চার হাজার ৩৭১, কারিগরিতে এক হাজার ৯৫৭ এবং মাদরাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে আগামী রবিবার গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। তবে এর আগেও গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। কোনো জটিলতা তৈরি হলে এপ্রিলেএ শুরুতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেন, আমরা চলতি (মার্চ) মাসেই ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। সেভাবেই কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএর। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন কাজী নাবিল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

‘দেশে কোরবা‌নির পশুর ঘাটতি নেই

ঢাকা অফিস: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন,...

যশোরসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ঢাকা অফিস: তীব্র তাপপ্রবাহের কারণে যশোরসহ দেশের পাঁচটি জেলার...

ফের কমলো সোনার দাম, আজ থেকেই কার্যকর

ঢাকা অফিস: দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। দাম...