বাগেরহাটে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্যবসায়ী রুবেল ফকির হত্যা মামলায় রাজু ফকির (২২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম মঙ্গলবার (২১ নভেম্বর) এই রায় দেন। সেই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার বাকী ১০ আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজু ফকির চিতলমারী উপজেলার খিলিগাতি গ্রামের বাসিন্দা। ব্যবসায়ী রুবেল ফকির একই গ্রামের বাসিন্দা।

আদালত সুত্রে চাঞ্চল্যকর এ মামলার সংক্ষিপ্ত বিবরণ ও রায় বিষয়ে জানা যায়, ২০১৯ সালের ২ মে রাতে চিতলমারী উপজেলার খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ী রুবেল ফকিরের সাথে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয় রাজু ফকিরের। এক পর্যায়ে রাজু ফকির ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে রুবেলের মাথায় আঘাত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল ফকিরকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৩ মে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে রুবেলের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় রেজাউল ফকিরসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল করিম ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। আদালত চার্জ গঠনের সময় এক আসামিকে অব্যাহতি প্রদান করেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে পৃথকভাবে দুইজনের আত্মহত্যা

আজাদুল হক, বাগেরহাট: জেলার কচুয়া ও ফকিরহাট উপজেলার পল্লীতে...

বাগেরহাটের গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজাদুল হক,বাগেরহাট: জেলার মোল্লাহাট থানা পুলিশ বৃহস্পতিবার রাতের এ...

বাগেরহাটে সড়কে প্রাণ গেলো একজনের, আহত ৩

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাট-খুলনা মহাসড়কের ষাটগম্ভুজ মসজিদ এলাকায় নসিমন,...

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তিযোদ্ধা নিহত

আজাদুল হক, বাগেরহাট: জেলার চিতলমারী উপজেলার সাবোখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে...