কুষ্টিয়ায় হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুর থানার একটি হত্যা মামলায় জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার (৮ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আবীর পারভেজ জনাকীর্ণ আদালতে সাজা প্রাপ্ত আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

রায়ে কারাদণ্ডসহ প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সাজা আদেশ দেন আদালত।

যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিরা হলেন- মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের বাসিন্দা কুষ্টিয়া জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম (৪৮), আব্দুর রশিদ(৫৮) এবং শহিদুল ইসলাম (৫৯)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে দৌলতপুর উপজেলার লক্ষীপুর গ্রামের আলেক চাঁদের ছেলে সাহাজুল ইসলামকে (২২) পূর্বশত্রুতার জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে উপর্যুপরি লাঠিসোটা রড চাপাতি রামদা ইত্যাদি দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক সাহাজুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাহাজুলকে ঢাকা মেডিকেলে নিয়ে
যায় তার পরিবার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৭দিন পর সাহাজুলের মৃত্যু হয়।

এঘটনায় নিহতের চাচাতো ভাই আজগার আলীর ছেলে বাদী হয়ে ২০১২ সালের ২২ আগস্ট ১১ জনের নাম উল্লেখসহ ৪/৫ অজ্ঞাতের বিরুদ্ধে হত্যার অভিযোগে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ২০১৩ সালের ২৫ মার্চ এজাহার নামীয় ১১জনের বিরুদ্ধে অভিযোগ এনে দৌলতপুর থানা পুলিশ চার্জশিট দেয় আদালতে।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, দৌলতপুর থানার সাহাজুল হত্যা মামলায় জড়িত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগে স্বাক্ষ্য শুনানি শেষে তিনজনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেকের পৃথকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ দণ্ডাদেশ অনাদায়ে আরো ছয় মাসের সাজা দণ্ডাদেশ দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

এ মামলায় বাকী আটজনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে সরকারের আপিল

ঢাকা অফিস: মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে...

ধর্ম নিয়ে কটূক্তি: জবি শিক্ষার্থী তিথির কারাদণ্ড

ঢাকা অফিস: ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পল্টন থানায় ডিজিটাল...

যুবলীগ নেতা হত্যায় ৯ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিন বাক্কাকে হত্যার দায়ে...

নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ঢালিউডের সোনালি যুগের নায়ক সোহেল চৌধুরী খুনের ঘটনায় তিনজনের...