ট্রাক্টরচাপায় মাদরাসাছাত্রের মৃত্যু, চেয়ারম্যানের দফারফার চেষ্টা

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাটে বেপরোয়া গতির মাটিবাহী ট্রাক্টরচাপায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।

রবিবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নে চাপরাশিরহাট টু মন্ডলিয়া সড়কের জনতা বাজার সংলগ্ন চর গুল্লাখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন (১৩) ওই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চরমন্ডলিয়া গ্রামের বিটারাগো বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় চর মন্ডলিয়া গ্রামের একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের জনতা বাজার এলাকায় বড় ভাইয়ের কাছে যায় আমির। সেখান থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে অবৈধ মাটিবাহী ট্রাক্টর তাকে পিছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে। কিন্ত ঘটনার পরপরই গাড়ির চালক ও হেলপার পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ধানশিক ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন স্থানীয় বিষয়টি দফারফার চেষ্টা চালাচ্ছেন।

ধানশালিক ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সাহাব উদ্দিন বলেন, নিহত ছেলের বাবা একজন দিনমজুর। তিনি থানায় মামলা করতে চাচ্ছে না। আমার কাছে এসেছে বিষয়টি সমাধান করে দেয়ার জন্য। আমি তাদেরকে নিয়ে বসেছি। আমি সমাধান করতে পারলেও তারা থানায় যাবে, না পারলেও থানায় যাবে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, বাদী মামলা করতে চাচ্ছে না। আমি বলেছি বাদীকে আমার কাছে পাঠিয়ে দেয়ার জন্য। থানায় লিখিত দিয়ে যাবে। নিহতের পরিবার ময়নাতদন্ত করতে চাচ্ছে না।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

গরমে শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পড়লো ১৮ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার হাতিয়া ও বেগমগঞ্জ উপজেলার দুইটি...

জন্মান্ধ করলো ২শতাধিক ঘরের ইলেকট্রিক কাজ, রিপনের অন্ধত্ব জয়ের গল্প

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলা কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের...

নোয়াখালীতে ভূমি দস্যুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ...

২০০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: সদর উপজেলা থেকে ২০০ পিস ইয়াবাসহ...