লাখো মানুষকে কাঁদিয়ে চিরনিন্দ্রায় শায়িত হলেন এমপি আব্দুল হাই

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: লাখ লাখ মানুষকে কাঁদিয়ে চিরনিন্দ্রায় শায়িত হলেন শৈলকুপার ভুমিপুত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।

রবিবার (১৭ মার্চ) তার গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার মহম্মদপুর গ্রামে শেষ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রবিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই’র প্রথম প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে মরদেহ ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে সড়ক পথে আরাপপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। হাজার হাজার মানুষ শেষ বারের মত তাকে দেখতে ছুটে আসেন। বাদ জোহর শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান শেষে মরহুমের দ্বিতীয় জানাযা করা হয়। সেখানে ঝিনাইদহ ছাড়াও আশেপাশের জেলার শত শত নেতাকর্মীরা জানাযায় অংশ নেয়। বাদ আছর শৈলকুপা উপজেলা শহরের ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাযা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি শৈলকূপার মোহাম্মদপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ

জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ঝিনাইদহের সকল আসনের সংসদ সদস্যগন, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল-আহসানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল ও মরহুমের ছেলে ব্যারিষ্টার তারভীর হাসান জিসান হাই জানাজা পূর্ব অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তারা উপস্থিত সকলের কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন দোয়া প্রার্থনা করেন।

শনিবার সকালে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ব্যাংককের স্থানীয় সময় সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় এমপি আব্দুল হাই মৃত্যুবরণ করেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

বিনোদন ডেস্ক: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম।...

ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ হাইকোর্টের

ঢাকা অফিস: খেয়াল-খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন...

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: থাইল্যান্ডে ছয়দিনের সরকারি সফর শেষে সোমবার (২৯...

যশোরসহ ৫ জেলার স্কুল-কলেজ-মাদরাসা বন্ধ আজ, খোলা প্রাথমিক

ঢাকা অফিস: দেশে চলমান তাপপ্রবাহের কারণে পাঁচ জেলার সব...