চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত ও দাতা সদস্যদের স্মরণ সভা

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও দাতা সদস্যদের স্মরণে প্রেসক্লাব ভবনে প্রতি বছরের ন্যায় শনিবার (১৮ নভেম্বর) স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা প্রেসক্লাব সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিবের সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি সরদার আল-আমিনের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এ স্মরণ সভায় প্রয়াত সদস্যদের স্মরণে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাবেক সভাপতি মাহাতাব উদ্দীন, আজাদস মালিথা, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হক স্বপন, সাংবাদিক সমিতির সহ-সভাপতি শেখ সেলিম, শাহ-আলম সনি, অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও হুসাইন মালিক প্রমুখ।

প্রয়াত সদস্যদের পরিবারের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মাহফুজ উদ্দীন খাঁন, ওয়াহিদ জোয়ার্দ্দার শান্ত ও লাবলুর রহমান।

স্বরণ সভায় বক্তব্য প্রদানকালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রয়াতদের ত্যাগের ফসল ১৯৬৬ সালের প্রতিষ্ঠিত চুয়াডাঙ্গা প্রেসক্লাব। তাদের দেখানো পথেই আমরা পথ চলছি। এ জন্য আমরা তাদের কাছে চির ঋণী। প্রয়াত সহকর্মীদের স্মরণ করে চুয়াডাঙ্গা প্রেসক্লাব যে উদারতার পরিচয় দিয়েছে তা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ফলে এ অঙ্গণে আরো কীর্তিমানের আবির্ভাব হবে। সমৃদ্ধি হবে এ জেলার সাংবাদিকতা।

অনুষ্ঠঅনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব জন্মলগ্ন থেকে যেসব সদস্য ও দাতা সদস্য প্রয়াত হয়েছেন তাদের গভীরভাবে স্মরণ করা হয়।

এর মধ্যে প্রয়াত সদস্য আতিয়ার রহমান, মোহাম্মদ আলী, দাউদ হোসেন, এ কে এম মুছা, ওয়াছিকুর রহমান জোয়ার্দ্দার, ওদুদ হোসেন, ফিরোজ খাঁন, সাইফুল হোসেন পিনু, তানজির হোসেন রনি, মকবুলার রহমান, প্রয়াত দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী গেন্দু মিয়া, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বশিরা মান্নান ও এস এম জোহার নাম স্মরণ করা হয়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

চুয়াডাঙ্গায় দুইটি উপজেলাতে বিজয়ী হলেন যারা

জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা: জেলা উপজেলা পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান পদে...

চুয়াডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারের...

চুয়াডাঙ্গায় মেয়েকে হত্যার দায়ে মা গ্রেফতার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার ভোগাইল বগাদী গ্রামের শিশু মাইশা...

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহ বন্ধের দুইদিন পর কিশোরীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় ডুগডুগি গ্রামে উপজেলা প্রশাসন...