বিদেশে যাওয়ার ফ্লাইট মিস, এজেন্সির মালিককে পিটিয়ে হত্যা

রাজধানীতে এম বাহারকে (৫০) নামে একটি ট্রাভেল এজেন্সির মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহতের স্ত্রীর অভিযোগ, বিদেশে যাওয়ার ফ্লাইট মিস করায় জাকির হোসেন নামে এক ব্যক্তির স্বজনেরাই বাহারকে পিটিয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী এম বাহারকে (৫০) অচেতন অবস্থায় তার স্ত্রী জয়নব বেগমসহ অফিস স্টাফরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহারের স্ত্রী জয়নব বেগম জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শাখেরপুর গ্রামে।

জয়নব বেগম অভিযোগ করে বলেন, শান্তিনগর প্লাজার পাঁচতলায় এম বাহার ওভারসিজ নামে ট্রাভেল এজেন্সির অফিস। এই এজেন্সির মাধ্যমে আজকে আমার আপন ছোট বোনের স্বামী জাকির হোসেনের কাতার যাওয়ার কথা ছিলো। আমার স্বামী সব ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু তারা এয়ারপোর্টে যেতে দেরি করায় ফ্লাইটটি মিস করে।

জয়নব আরো বলেন, আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিলো। এ জন্য আগে থেকেই আমি আমার স্বামীর অফিসে ছিলাম। বিকেল সাড়ে ৪টার দিকে ফ্লাইট মিসের বিষয় নিয়ে আমার ছোট বোন ফাতেমা তার স্বামী জাকির হোসেন ও আমার আপন ছোট ভাই ইউনুস আমার স্বামীর অফিসে গিয়ে তাকে গলা টিপে ধরে এবং মাথায় ঘুষি দিতে থাকে। এই মারধরের কারণে আমার স্বামী অচেতন হয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, শান্তিনগর থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, তাকে মারধর করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে রমনা থানায় জানানো হয়েছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

জুয়া ও হুন্ডির কারণে মুদ্রা পাচার বেড়েছে : অর্থ প্রতিমন্ত্রী

ঢাকা অফিস: অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান বলেছেন, জুয়া...

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

ঢাকা অফিস: সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের এ বছরের প্রথম...

নিজের নামে কোনো প্রকল্প চান না প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘শেখ হাসিনা’ নাম ব্যবহার...

কোন সড়কে কত গতিতে চলবে মোটরসাইকেল

ঢাকা অফিস: সারাদেশে কোন ধরনের সড়কে মোটরসাইকেল সর্বোচ্চ কত...