মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের নিখোঁজ ৩ জন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: জেলার ভৈরবে মেঘনায় ট্রলারডুবিতে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন।

নিখোঁজরা হলেন, পৌর শহরের আমলাপাড়া এলাকার ঝন্টু দের স্ত্রী রুপা দে (৩০), তার ভাইয়ের মেয়ে আরাধ্য (১২) ও ভগ্নিপতি বেলন দে (৩৮)। ঝন্টু দের বাড়ি কিশোরগঞ্জের মানিকখালি এলাকায়।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে।

মেঘনা নদীতে ট্রলারডুবি: উদ্ধার ১২, নিহত ১

স্বজনদের সূত্রে জানা যায়, বন্ধের দিন থাকায় শুক্রবার বিকেলে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে স্থানীয় আমলাপাড়ার বাসিন্দা ঝন্টু দে ভৈরব সেতু এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরির এক পর্যায়ে মেঘনা নদী ভ্রমণের জন্য স্বজনদের সঙ্গে নিয়ে ভ্রমণতরীতে ওঠেন। এটি মাঝনদীতে পৌঁছালে উল্টো দিক থেকে আসা বালুবাহী একটি বাল্কহেড সজরে ধাক্কা দিলে ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা রুপা দের কন্যা চৈতি সাঁতারিয়ে তীরে উঠতে পারলেও পরিবারের বাকি সদস্যরা তীরে উঠতে পারেননি।

নিখোঁজ রুপা দের স্বামী ঝন্টু দে বলেন, আমাদের বাড়িতে বেড়াতে আসেন আত্মীয় স্বজনরা। তাদেরকে নিয়ে সেতু এলাকায় ঘুরতে যান। আমার স্ত্রী, সন্তান, ভাতিজি, বোন জামাই সবাই মিলে নৌকায় চড়ে মেঘনা নদীতে ভ্রমণের সময় মাঝনদীতে হঠাৎ বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। এ সময় আমার মেয়ে সাতঁরিয়ে তীরে উঠতে পারলেও আমার স্ত্রী, ভাতিজি, বোন জামাই তীরে উঠতে পারেনি। এখনো নিখোঁজ স্বজনদের সন্ধানের অপেক্ষায় সময় পার করছি।

স্বাআলো/এসআর

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর ও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৮ ডিগ্রি

যশোর ও চুয়াডাঙ্গায় যৌথভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা...

যশোরসহ ৭ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ

ঢাকা অফিস: দেশের সাতটি জেলার ওপর দিয়ে অতি তীব্র...

আজও থাকবে তাপপ্রবাহ, কাল ৪ বিভাগে বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: সদ্য শেষ হওয়া এপ্রিল মাস জুড়েই ছিলো...

নির্দেশনা উপক্ষো করে যশোরে তীব্র তাপদাহে চলছে কোচিং বাণিজ্য

রুহুল আমিন, যশোর: যশোরে তীব্র তাপদাহে স্কুল, কলেজ ও...