আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের ৫ সদস্য রিমান্ডে

যশোরে মোটরসাইকেল চুরি মামলায় আন্তঃজেলা চোরচক্রের পাঁচজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন যশোর আদালত।

রবিবার (৩ ‍ডিসেম্বর) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই আদেশ দেন।

চোরচক্রের সদস্যরা হলো, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চিংড়াখালি গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে ও যশোর উপশহরের এ-ব্লকের বাসিন্দা আল আমিন সরদার ওরফে আলমগীর, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর স্কুলপাড়ার আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ নিলু ওরফে রাসেল, আলমডাঙ্গা উপজেলার গৌড়িহাদ ৩নং ভাগবাড়িয়ার মৃত আলাউদ্দিন বাবুলের ছেলে শুভ, কান্তাপুর গ্রামের মইনুল হকের ছেলে সেলিম রেজা ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম জোয়াদ্দার পাড়ার মৃত জাকের মালিথা ওরফে পাশা মালিথার ছেলে আয়ুব আলী মালিথা।

মামলার বিবরণে জানা গেছে, গত ১ আগস্ট রাতে যশোর সদরের তেঘরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলামের বাড়ি থেকে বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেল (যশোর-ল-১৩-৫৬৮৪) চুরি হয়ে যায়। এ ঘটনায় জাহিদুল ইসলাম অজ্ঞাতনামা আসামি দিয়ে গত ২৬ নভেম্বর কোতোয়ালী থানায় মামলা করেন।

চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার অভিযানে নামে ডিবি পুলিশ। এক পর্যায়ে ডিবি পুলিশের এলআইসি টিম তথ্য প্রযুক্তির সাহায্যে মোটরসাইকেল চুরির সাথে জড়িত চোরচক্রকে শনাক্ত করে। যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মোটরসাইকেল চোর আল আমিন সরদার ওরফে আলমগীরকে আটক করে। এ সময় তার কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত ১টি মাস্টার চাবি ও ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর তার স্বীকারোক্তিতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় পৃথক অভিযান চালিয়ে চোরচক্রের আরো ৪ সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর মধ্যে তেঘরিয়া গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়। আটক ৫ জনকে আদালতে সোপর্দ করে তদন্ত কর্মকর্তা প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। গতকাল শুনানি শেষে বিচারক প্রত্যেকের ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর সদরের তিন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চাঁচড়া, রামনগর ও হৈবতপুর...

ভারতে লোকসভা নির্বাচন: বেনাপোল দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত বন্ধ

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে...

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

নির্বাচনে প্রার্থী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে ছাড় দেয়া হবে না: যশোরে ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান...