বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করলো নড়াইল বাসী

জেলা প্রতিনিধি, নড়াইল: মুছে যাক গ্লানি ,ঘুচে যাক জরা, অগ্নিস্নানে হোক ধরা এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩১ কে বরণ করলো নড়াইল বাসী।

পুরাতন বর্ষকে বিদায় দিয়ে নতুন বর্ষকে বরণ করতে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনায় প্রভাতি সংগীত অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ শূরু হয়।

পরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের সুচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ -পরিচালক জুলিয়া শুকায়না, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা আনসার কমান্ডার বিকাশ কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, , নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুন্ডু,সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডুসহ অতিথিরা।

পরে ঐ স্থান থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে ঢাক,ডোল ,কাসর বাজিয়ে বিভিন্ন প্লাকার্ডে সজ্জ্বিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি চত্বরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ও হাড়িভাঙ্গা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম রাবেয়া ইউসুফ,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সাধারন সম্পাদক শরিফুল ইসলাম লিটুু, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলূসহ সরকারি কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনের অন্যান্য কর্মসুচির মধ্যে রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা।

 

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে পরিবহনের ধাক্কায় প্রান গেলো ইজিবাইক যাত্রীর

আজাদুল হক, বাগেরহাট: জেলার পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড...

বাগেরহাটে ৩ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আজাদুল হক,বাগেরহাট: জেলার গোয়েন্দা পুলিশের অভিাযানে তিন কেজি গাজাসহ...

যশোরে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: যশোরে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে ১৩৮তম মহান...

যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...