বিশ্বকাপের সময় নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি!

বহুল প্রতীক্ষিত ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হয়েছে। আগামী দেড় মাস ধরে ক্রিকেট উৎসবে মেতে থাকবে সবাই। তবে আসর শুরুর আগে থেকে নিরাপত্তা ইস্যুতে হয়েছে নানা টালবাহনা। পরিবর্তন করতে হয়েছে একাধিক ম্যাচের সূচি। তবুও স্বস্তি পাচ্ছে না আয়োজকরা। কারণ বিশ্বকাপ চলাকালীন নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি পেয়েছে দেশটির জাতীয় তদন্ত এজেন্সি (এনআইএ)।

ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শুধু স্টেডিয়াম উড়িয়ে দেয়া নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হত্যার হুমকি দিয়ে এনআইএকে ই-মেইল করেছিল সন্ত্রাসীরা। মূলত কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিঞ্চয়ের মুক্তির পাশাপাশি ৫০০ কোটি রুপির দাবিতে তারা এ হুমকি দিয়েছে। ই-মেইলটির উৎপত্তিস্থল হিসেবে ইউরোপকে শনাক্ত করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে হুমকির সে ই-মেইল প্রকাশ করা হয়েছে, ৫০০ কোটি রুপি ও লরেন্স বিঞ্চয়কে সরকার আমাদের হাতে তুলে না দিলে নরেন্দ্র মোদি ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম আমরা উড়িয়ে দেবো। ভারতে সবকিছুই বিক্রি হয়। তোমরা নিজেদের যতই সুরক্ষিত মনে করো, আমাদের হাত থেকে নিস্তার পাবে না। কথা বলার ইচ্ছা থাকলে ই–মেইল করো।

এনআইএ গত বৃহস্পতিবারই (৫ অক্টোবর) হুমকির বিষয়টি মুম্বাই পুলিশকে জানিয়েছে। এছাড়া গুজরাট পুলিশের পাশাপাশি আরো কিছু নিরাপত্তা সংস্থাকে বিষয়টি জানিয়ে সতর্ক করে ‍দিয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাটি। মেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে মুম্বাই পুলিশ।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। গত পরশু এ স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপের ফাইনাল, ভারত-পাকিস্তান ম্যাচসহ এ স্টেডিয়ামে মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রবি বিঞ্চয় এখন দিল্লির মান্দোলি কারাগারে বন্দী আছেন। পাঞ্জাবে জন্ম নেয়া ৩০ বছর বয়সী রবি বিঞ্চয় ২০১৪ সাল থেকে কারাবন্দী। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করা বিঞ্চয়ের বিরুদ্ধে হামলা, খুন, ডাকাতিসহ একাধিক অভিযোগ আছে। এমনকি অভিযোগ রয়েছে, কারাগারে থেকেই তিনি নিজের সন্ত্রাসী দল পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মোসেওয়ালাকে হত্যার অভিযোগ রয়েছে। গত বছর মোসেওয়ালার ওপর আক্রমণের দায় স্বীকারও করেন রবি বিঞ্চয়।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই

স্পোর্টস ডেস্ক: প্রায় শেষের দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)...

মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারতে গেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল...

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ আর নেই

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনাকে প্রথম ফুটবল বিশ্বকাপ জেতানো কোচ সিজার...

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ফুটবলের খুব কম রেকর্ডই আছে যেগুলো এখনো...