উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে হবে অনলাইনে

ঢাকা অফিস: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রথমবারের মতো চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র জমা দেয়া বাধ্যতামূলক করা হলো।

সোমবার (২৫ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক শরিফুল আলম এক বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

তিনি বলেন, কারিগরি ও পদ্ধতিগত সুবিধার্থে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের অপেক্ষা না করে পূর্বেই অনলাইনে মনোনয়নপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে।

উপজেলা নির্বাচন বিধিমালায় সম্প্রতি এমন সংশোধন আনার পর প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রয়োজন হলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় এ সংক্রান্ত কাগজপত্র নিয়ে আসতে পারবেন প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে। এসব উপজেলায় তিনটি পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল।

দেশের ৪৯৫ উপজেলায় এবার চার ধাপে ভোট হবে। প্রথম ধাপে ৮ মে, দ্বিতীয় ধাপে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোট হবে।

অনলাইনে মনোনয়নপত্র জমা দেবেন যেভাবে

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট পোর্টালে https://onss.ecs.gov.bd/ নিবন্ধন করতে হবে।

* নিবন্ধনের পর মোবাইল নম্বর ও ই-মেইলে ইউজার নেইম, পাসওয়ার্ড পাওয়া যাবে।

*এনআইডি বায়োমেট্রিক ফিচারে প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর চেহারা শনাক্ত করতে হবে।

* এরপর লগইন করে মনোনয়নপত্র মিলবে।

* প্রার্থী পোর্টালে পর্যায়ক্রমে মনোনয়ন, ব্যক্তিগত তথ্যাদি, হলফনামা ও অন্যান্য কাগজপত্র স্ক্যান করে যুক্ত করতে হবে।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

আমি সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাবো: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন ঘরে বসেই...

মোটরসাইকেল-থ্রি হুইলারের সর্বোচ্চ গ‌তি ৩০ কিলোমিটার

ঢাকা অফিস: ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও...

পাঁচ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী যারা

ঢাকা অফিস: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ...

হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: চলতি বছরের (২০২৪) হজ কার্যক্রম উদ্বোধন করছেন...