উপজেলা নির্বাচন: কালীগঞ্জে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচজন ও ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে দুইজনসহ ১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ১৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান রাশেদ শমসের, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির ওলিউর রহমান।

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন দাখিল করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক নেতা মাওলানা আলীনুর রহমান, বিপ্লব কুমার বিষ্ণু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান মিঠু মালিথা, সনজয় বিশ্বাস ও পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল।

ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান শাহানাজ পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান তিথী রানী বিশ্বাস।

কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রাশিদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাত, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ উপজেলার মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪৪ হাজার ৯২৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ২৪ হাজার ৩২৯, মহিলা ভোটার এক লাখ ২০ হাজার ৫৯২ ও হিজড়া ভোটার রয়েছে তিনজন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে রাজ মিস্ত্রীর আত্মহত্যা

আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার পল্লীতে ইয়াছিন শেখ...

বাগেরহাটের ইউনিয়নে চেয়ারম্যান লিটন মোল্লা চেয়ারম্যান নির্বাচিত

আজাদুল হক, বাগেরহাট: জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের...

যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন কাজী নাবিল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

পাইকগাছার মহিলা বিষয়ক কার্যালয়টি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে

খুলনা ব্যুরো: অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ অর্থ আত্মসাতের অভিযোগ...