নড়াইলে ধান ও চাল সংগ্রহ শুরু

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার অভ্যন্তরীণ বোরো ধান, সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ অভিযাcbv উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ মে) খাদ্য বিভাগ নড়াইল আয়োজিত সদর উপজেলা খাদ্য গুদামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জেলার তিন উপজেলায় চার হাজার ৯৬৫ মেট্রিক ধান এবং চার হাজার ৬৫৩ মেট্রিক টন সিদ্ধ চাল এবং সদর উপজেলায় ৩০৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

সরকারিভাবে প্রতি কেজি ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা করে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক (দায়িত্ব প্রাপ্ত ) লায়লা আফরোজের সভাপতিত্বে উদ্বোধন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশ চন্দ্র মূখার্জী, আনসার ভিডিপি জেলা কার্যালয়ের সার্কেল অ্যাডজুটেন্ট মমতাজ খানম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ হাসানুজ্জামান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বিশ্বাস, জেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, খাদ্য বিভাগের কর্মকর্তাগণ কৃষক প্রতিনিধি ও সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে প্রকল্পের ভূমিকা’ শীর্ষক সেমিনার

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রত্যাগত অভিভাসী, ফিরে এলেও পাশে আছি...

নড়াইলে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: শিক্ষা-ধর্ম-সম্প্রীতি প্রকল্পের মূলনীতি এ স্লোগানকে সামনে...

নড়াইলে নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী...

নড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, নড়াইল: ‘স্মাট বাংলাদেশ বির্নিমাণে খাবার খাবো পুষ্টিগুণে’,...