১৯১ রানেই অলআউট পাকিস্তান

শনিবার (১৪ অক্টোবর) বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে ৪৩তম ওভারে মাত্র ১৯১ রানেই অলআউট হয় পাকিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে দেখেশুনেই শুরু করেছিলো পাকিস্তানের ওপেনাররা। ওপেনিংয়ে আব্দুল্লাহ শফিক এবং ইমাম উল হক মিলে যোগ করেন ৪১ রান। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়ার নায়ক শফিক এই ম্যাচেও টাইমিং খুঁজে পাচ্ছিলেন ভালোভাবেই। তবে তাকে ২০ রানের বেশি করতে দেননি মোহাম্মদ সিরাজ। শফিককে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্রথম আঘাতটা হানেন মোহাম্মদ সিরাজ।

সিরাজের দেয়া ধাক্কা ভালোভাবেই কাটিয়ে উঠছিলো পাকিস্তান। তবে এবার আঘাত হানেন হার্দিক পান্ডিয়া। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা ইমাম উল হককে ৩৬ রানে সাজঘরের পথ দেখান এই মিডিয়াম পেসার।

গত ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ানও ফিরতে পারতেন ১ রান করেই। তবে ভাগ্য ভালোভাবেই সহায় হয়েছে তার। রবীন্দ্র জাদেজার বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি।

এরপর বাবর-রিজওয়ান ব্যাটিং করেছেন বেশ স্বাচ্ছন্দে। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলে ভারতীয় বোলারদের ঘাম ছুটিয়েছেন তারা। ৭টি চারের মারে ৫৭ বলে ফিফটি তুলে নিয়ে পরের বলেই আউট হন বাবর।

বাবর ফেরার পর দ্রুত সময়ের ব্যবধানে সাউদ শাকিলকে ফেরান কুলদীপ যাদব। একই ওভারে ইফতিখার আহমেদকেও ফেরান কুলদীপ। বিপর্যয়ের ষোলকলা পূর্ণ হয় সেট ব্যাটার রিজওয়ানের বিদায়ে। ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে জসপ্রিত বুমরাহর দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এক ওভার পর আবারো বোলিংয়ে এসে শাদাব খানকে ফেরান বুমরাহ।

৪০তম ওভারে মোহাম্মদ নেওয়াজ ফেরেন হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ হয়ে। পরের ওভারের প্রথম বলে আউট হন হাসান আলী। জাদেজার বলে হারিস রউফ এলবিডব্লিউ হয়ে ফিরলে ১৯১ রানে থামে পাকিস্তানের ইনিংস।

ভারতের হয়ে এদিন শুধু উইকেট পাননি শার্দুল ঠাকুর। বাকি পাঁচ বোলারের সবাই দুইটি করে উইকেট পেয়েছেন।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

এলপিএলের নিলামে নাম দিলেন তামিমসহ যেসব ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার...

শীর্ষে মোস্তাফিজ, তবুও পাচ্ছেন না পার্পল ক্যাপ

স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সেরা বোলারের স্বীকৃতি...

জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

বাংলাদেশের প্রশংসায় ভারতীয় অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল...