বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যশোরে শান্তি মিছিল ও সমাবেশ

বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও অবৈধ হরতালের প্রতিবাদে যশোরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যশোর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদের নেতৃত্বে রবিবার (১২ নভেম্বর) বিকালে শহরের গাড়িখানাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে চিত্রামোড় হয়ে চৌরাস্তায় যায়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ এ শান্তি মিছিল ও সমাবেশের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, শ্রম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, সদস্য কামাল হোসেন, জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের সদস্য জবেদ আলী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রমজান আলী, দফতর সম্পাদক হাফিজুর রহমান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুল, ত্রাণ সম্পাদক কাজী তৌফিকুর রহমান শাপলা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, আহসানুল করিম রহমান, শরীফ এ মাসউদ হিমেল, যুবলীগ নেতা তছিকুর রহমান রাসেল, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আব্দুল আলিম, আব্দুল মালেক, কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বাবলু, ইউপি সদস্য ও যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা কাজী মোহাম্মদ আলী ক্লে, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান আলী ও সোহেল রানা রনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যশোরে, তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

ঢাকা অফিস: চলতি এপ্রিল মাসজুড়ে যশোরের ওপর দিয়ে তীব্র...

যশোরে তাপপ্রবাহে শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরে অব্যাহত তাপ প্রবাহে আহসান হাবিব (৩৭)...

জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা পরিষ্কার করতে হবে

ঢাকা অফিস: জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে, তা...

আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে দুই বেঞ্চে বিচারকাজ

ঢাকা অফিস: আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে...