spot_img

হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ, ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিদায়ঘণ্টা!

ফিলিস্তিনের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজতে পারে। বেশি সময় ধরে ইসরায়েলের রাজনীতিতে সক্রিয় ছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমানে নেতানিয়াহুর ঘড়ির কাঁটা টিক টিক করছে।

যেমন পরাজয়ের মুখ থেকে বিজয় ছিনিয়ে নেয়ার অদ্ভুত ক্ষমতার জন্য নেতানিয়াহু ‘দ্য ম্যাজিশিয়ান’ নাম পেয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে ইসরায়েলি রাজনীতিতে আছেন নেতানিয়াহু। এই সময়কালে তিনি কিছু ‘ডাকনাম’ অর্জন করেছেন।

আবার ইসরায়েলি রাজনীতিতে অন্য কারো চেয়ে বেশি সময় ধরে সক্রিয় থাকার জন্য নেতানিয়াহু পেয়েছেন ‘কিং বিবি’ নাম।

হামাসের হামলায় এখনো পর্যন্ত এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৯০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাসের এক হাজারের বেশি যোদ্ধা কীভাবে ইসরায়েলে এতো বড় হামলা চালাতে সক্ষম হলেন, তা এখনো অস্পষ্ট। হামাসের হামলার মাত্রায়, ভয়াবহতায় ইসরায়েল হতভম্ব।

সিএনএনের বিশ্লেষণে বলা হয়, তবে সেই সময় আসবে। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রধান রাজনৈতিক ভাষ্যকার অমিত সেগালের মতে, এ ঘটনার জেরে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্ব যদি টিকে যায়, তাহলে তিনি অবাকই হবেন। আর তেমনটা হলে তা একটি নজির স্থাপন করবে।

অমিত সেগাল সিএনএনকে বলেন, ইসরায়েলের ইতিহাস আমাদের শিখিয়েছে যে প্রতিটি অপ্রত্যাশিত ঘটনা ও সংকট সরকারকে পতনের দিকে নিয়ে গেছে।

ইতিহাসের নজির হিসেবে ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর গোল্ডা মেয়ার, ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধের পর মেনাখেম বেগিন এবং ২০০৬ সালের দ্বিতীয় লেবানন যুদ্ধের পর এহুদ ওলমার্টের সরকারের পতনের কথা বলেন অমিত সেগাল।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

গাজায় ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকা জুড়ে নতুন করে ব্যাপক বিমান...

পাপুয়া নিউ গিনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউ গিনির তিনটি গ্রামে সন্ত্রাসী হামলায়...

১৪ লাখ লিটার তেল নিয়ে ডুবে গেছে ট্যাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক: ১৪ লাখ লিটার জ্বালানি তেল বহনকারী ফিলিপাইনের...

মৌরিতানিয়ায় নৌকাডুবিতে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত...