আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপিপন্থী ১১ শিক্ষক

বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুড়িয়ে মানুষ হত্যা, জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকতে দেখে ঘৃণা সৃষ্টি হওয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী আদর্শ ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রা ও দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বরিশালের বানারীপাড়ায় বিএনপিপন্থী কলেজ অধ্যক্ষসহ ১১ শিক্ষক আওয়ামী লীগে যোগদান করেছেন।

রবিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে উপজেলার উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকির, ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও একই কলেজের সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব অংশ নেন।

সমাবেশ শেষে তারা আওয়ামী লীগ কার্যালয়ে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানাসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে লিখিত আবেদন ও প্রাথমিক সদস্য ফরুম পূরণ করে এবং মাইকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

বানারীপাড়ায় বিএনপি-জামায়াতের হরতালের প্রতিবাদে আ.লীগের শান্তি সমাবেশ

ওই দিন দুপুরে উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যক্ষ সৈয়দ এনামুল হক, সহকারী অধ্যাপক জাকির হোসেন, সহকারী অধ্যাপক শামসুল হক, উপজেলা মহিলা বিএনপির সহ-সভাপতি ও কলেজের সহকারী অধ্যাপক শাহানাজ খানম, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, প্রভাষক কাজী আলী হায়দার, প্রদর্শক (শিক্ষক) মিজানুর রহমান এবং হিসাবরক্ষক মিজানুর রহমান লিখিত আবেদন করে ও দলীয় প্রাথমিক সদস্য পদের ফরম পূরণ করে আওয়ামী লীগে যোগদান করেন।

অধ্যক্ষের কার্যালয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গর্ভনিংবডির সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠিত হয়।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

তীব্র তাপদাহে বানারীপাড়ায় ইতালি প্রবাসীর পক্ষ থেকে পানি ও স্যালাইন বিতরণ

রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের...

বিদ্যুৎস্পৃষ্টে মা ও দুই সন্তানের মৃত্যু

বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বরিশালে উপজেলা পরিষদ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪...

ঋণের চাপে দুই সন্তানের জননীর আত্মহত্যা

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার পাশ্ববর্তী উজিরপুর...