spot_img

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারে কালীগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাস্তুহারা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জেল হোসেন বাবু আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নির্বাচনী প্রচারণা করেছেন।

রবিবার (১ অক্টোবর) দিনব্যাপী ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা চালান।

সকালে কালীগঞ্জ উপজেলা শহরের বিহারী মোড় থেকে তিন শতাধিক মোটরসাইকেল, ইজিবাইক ও পিকআপের বিশাল বহর নিয়ে তিনি ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, গঞ্জ, হাট-বাজারে প্রচারণা চালান।

এসময় তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষক লীগ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণার সময় তিনি বেশ কয়েকটি ইউনিয়নে পথ সভায় বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে যত উন্নয়ন হয়েছে বিগত সব সরকার মিলেও আওয়ামী লীগের উন্নয়নের ধারের কাছে যেতে পারিনি। উন্নয়ণের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগকে নৌকা প্রতিকে ভোট দেবার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ স্মার্ট দেশে পরিণত হয়েছে। উন্নয়নশীল দেশ হিসেবে বহিরবিশ্বের কাছে পরিচিতি লাভ করতে শুরু করেছে। এর আগে আপনারা ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচিত করেছিলেন। আগামী দিনেও আপনারা ভোট দিয়ে শেখ হাসিনার নৌকাকে বিজয়ে সুনিশ্চিত করবেন। পথ সভায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ নির্বাচনী আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে বলেন, আমি কালীগঞ্জের উন্নয়নের জন্য আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য
Related

ঝিনাইদহে ট্রাক চাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার দাদার লাশ দেখে ফেরার পথে...

ঝিনাইদহে দাদার লাশ দেখে ফেরার পথে নাতির মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায়...

ডিএনএ টেস্টের আগেই আনারকন্যাকে হত্যার হুমকি

হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের ছোট মেয়ে...

ঝিনাইদহে কাঁচা মরিচের কেজি ৪২০ টাকা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ৪২০...