ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

গত ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট ও ১ মার্চ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হয়। ৯ মার্চ চারুকলা ইউনিটের পরীক্ষার (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় মোট আসন পাঁচ হাজার ৯৬৫টি। চারটি ইউনিটে আবেদন করেছিলেন দুই লাখ ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী। সে হিসাবে আসনপ্রতি প্রতিযোগীর সংখ্যা ছিলো প্রায় ৪৭। গত ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়। আবেদন চলে ৫ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি ছিলো এক হাজার ৫০ টাকা।

স্বাআলো/এস

আপনার জন্য প্রস্তাবিত
Related

শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয়

ঢাকা অফিস: শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রবিবার (২৮ এপ্রিল)। একই সঙ্গে...

কাল থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

ঢাকা অফিস: তীব্র তাপপ্রবাহের মধ্যে রোববার (২৮ এপ্রিল) খুলছে...

গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ

ঢাকা অফিস: দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি...

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী

ঢাকা অফিস: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন...