ট্রেন দুর্ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি, যা বললেন নুরুল ইসলাম

কিশোরগঞ্জের ভৈরব স্টেশন এলাকায় যাত্রীবাহী এগারসিন্দু এক্সপ্রেসে আঘাত করে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন। এতে ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।

ভয়াবহ এ দুর্ঘটনার পেছনে লোকোমাস্টারের সিগনাল অমান্য করে স্টেশনের দিকে এগিয়ে আসা ও কমলাপুর রেলস্টেশনে ইঞ্জিন ঘোরানোর যন্ত্র নষ্ট হওয়া এই দুই কারণ উঠে এসেছে। এর ফলে ইঞ্জিনের দূরতম অংশ থেকে ট্রেন চালাতে হচ্ছে রেলচালকদের।

এদিকে এ দুর্ঘটনার পর থেকেই রেলের যাত্রী, যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বাংলাদেশ রেলওয়েকে দায়ী করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পদত্যাগ ও দায়ী কর্মকর্তাদের গ্রেফতার চেয়েছেন।

এ বিষয়ে গণমাধ্যমের কাছে মঙ্গলবার (২৫ অক্টোবর) লোকোমাস্টারের সিগনাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে বলে স্বীকার করেছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, পদত্যাগ করলে যদি সমস্যার সমাধান হয় তাহলে সেটার তো কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে, এখানে রেলমন্ত্রীর কতটা দায় আছে, সেটা দেখতে হবে। তবে আমার বিরোধীপক্ষ যারা আছে, তারা তো প্রতিনিয়তই আমার পদত্যাগ চায়। কারা দাবি করছে পদত্যাগ সেটাও দেখতে হবে।

রেলমন্ত্রী বলেন, আমার লোকোমোটিভ মাস্টারের জন্য দুর্ঘটনা ঘটেছে, সেজন্য দায় তো অবশ্যই আছে। এই দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। সাধারণত দুর্ঘটনাগুলোতে আমরা যা করি, মৃত্যুর তো আর কোনো ক্ষতিপূরণ হয় না। তারপরও আমরা চেষ্টা করব ক্ষতিগ্রস্ত পরিবারকে যতটুকু সহায়তা করতে পারি। এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করব রেলের পক্ষ থেকে।

কমলাপুর রেলস্টেশনে ইঞ্জিন ঘোরানোর যন্ত্র নষ্ট। ফলে ইঞ্জিনের দূরতম অংশ থেকে ট্রেন চালাতে হচ্ছে লোকোমাস্টারদের। দুর্ঘটনার আশঙ্কা করে লোকোমাস্টারদের পক্ষে দুই দিন আগে একটা চিঠি পাঠানো হয়েছে।

কমলাপুরের টার্ন টেবিল নষ্টের দায় কার, এ প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তারা যথাযথভাবে যাচাই করবে কারা দায়ী। তবে প্রাথমিকভাবে আমরা যা বুঝতে পেরেছি, সেভাবেই আমরা কথা বলছি। কিন্তু এটা তদন্ত কমিটির রিপোর্টের পর বোঝা যাবে। রিপোর্ট না আসা পর্যন্ত সঠিক কথা আমরা বলতে পারছি না।

ভৈরবে রেল দুর্ঘটনার দায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বাংলাদেশ রেলওয়ে এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, রেলমন্ত্রীর দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। দায়-দায়িত্ব তাকে বহন করতে হবে। প্রধানমন্ত্রী তাকে সরিয়ে দেবেন আর রেলওয়ের যারা দায়ী তাদের শাস্তির আওতায় আনা উচিত। রেলে মেগা প্রকল্প নেয়া হচ্ছে কিন্তু রেলপথ সংস্কার কিংবা সিগনালিং সিস্টেম আধুনিকীকরণে তাদের মনোযোগ নেই।

এ দুর্ঘটনায় ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ের তিনজনকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান। বরখাস্ত তিনজন হলেন, লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেন।

এ ঘটনার তদন্তে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে পৃথক তিনটি কমিটি করেছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

উপজেলা নির্বাচনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

ঢাকা অফিস: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভোটারদের...

দেশে ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ লবণ উৎপাদন

ঢাকা অফিস: চলতি মৌসুমে দেশে গত ৬৩ বছরের মধ্যে...

শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে হাইকোর্টের নির্দেশে ক্ষুব্ধ মন্ত্রী, যাবেন আপিলে

ঢাকা অফিস: দেশের অধিকাংশ এলাকার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে...

আরো কমলো সোনার দাম

ঢাকা অফিস: চরম অস্থিতিশীলতা পরিলক্ষিত হচ্ছে সোনার বাজারে। চলতি...