৭ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ

ঢাকা অফিস: বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেশের সাত বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে অব্যাহত থাকতে পারে দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে চলমান তাপপ্রবাহ।

বুধবার (১৭ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়া রাজশাহীতে ৪০ দশমিক ৪, পাবনার ঈশ্বরদীতে ৪০ দশমিক ৫, যশোরে ৪০ দশমিক ২, কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার দেশের বিভিন্ন বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। ঢাকায়ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি তৈরি হয়েছিলো। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে বাইরে তীব্র গরমের অনুভূতি।

তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, বিপাকে সাধারণ মানুষ

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও জানান তিনি।

বইছে তাপপ্রবাহ, আরো বাড়তে পারে গরম

হাফিজুর রহমান আরো জানান, রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং মৌলভীবাজার জেলা; রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ ও ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামী কয়েক দিন দিনের তাপমাত্রা আরো বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নির্দেশনা উপক্ষো করে যশোরে তীব্র তাপদাহে চলছে কোচিং বাণিজ্য

রুহুল আমিন, যশোর: যশোরে তীব্র তাপদাহে স্কুল, কলেজ ও...

বাড়লো ডিজেল, পেট্রল ও অকটেনের দাম, কাল থেকেই কার্যকর

ঢাকা অফিস: দেশের বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম। বিশ্ব...

অতি বাম-ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: অতি বাম আর অতি ডান মিলে সরকার...

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

হবিগঞ্জে হারুন আহমেদ নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় সাতজনের...