নড়াইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবার) দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে সমাবেশের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহম্দ ফজলে রাব্বী।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রধান কার্যালয়ের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) মোহাম্মদ আমীন উদ্দিন, সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলি, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল সেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস।

সমাবেশ শেষে নারী নির্যাতন, নারী পাচার, মাদকের অপব্যবহাররোধ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাসহ ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ১৫ জন ভিডিপি সদস্যকে বাইসাইকেল এবং ১৮৫ জনকে ছাতা প্রদান করা হয়।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা কমান্ড্যান্ট কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে নড়াইল পুরাতন বাস টার্মিনাল চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সমাবেশে জেলার তিন উপজেলার প্রায় ২০০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

নড়াইলে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়া উপজেলায় নিখোঁজের একদিন পর...

নড়াইলে প্রচণ্ড তাপদাহে ১৫ শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি, নড়াইল: প্রচণ্ড তাপদাহের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার...

এসএম সুলতান পদক পেলেন চিত্রশিল্পী নাদভী

জেলা প্রতিনিধি, নড়াইল: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান পদক পেলেন...

নড়াইলে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস

জেলা প্রতিনিধি, নড়াইল: বিলুপ্তপ্রায় দেশীয় সংস্কৃতিকে তুলে ধরে ভিন্ন...