২৭ ও ২৮ অক্টোবরের নিয়োগ পরীক্ষা স্থগিত

আগামী শনিবার রাজধানী ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। আর এই সমাবেশের কারণে চাকরিপ্রার্থীরা শুক্র ও শনিবারের (২৭ ও ২৮ অক্টোবর) পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ডাক বিভাগ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) তাদের অধীনস্থ এ দুইদিনের সব নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। যদিও ‘অনিবার্য কারণে’ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষাও স্থগিত করেছে।

তবে জনতা ব্যাংকের অফিসার (আরসি) পদের পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ঢাকার ২৭ কেন্দ্রে এ পরীক্ষায় প্রার্থীর সংখ্যা প্রায় ৬৭ হাজার। চাকরিপ্রার্থীরা এ পরীক্ষাটিও স্থগিতের দাবি জানিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অধীন সমন্বিত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসারের (জেনারেল) ১ হাজার ৬৯টি শূন্য পদে নিয়োগের জন্য আগের নির্ধারিত মৌখিক পরীক্ষা ছিলো ২৮ অক্টোবর। সেটি স্থগিত করে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, ডাক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টমাস্টার জেনারেল, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার ১৫-২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হলো। বাছাই বা নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওই পরীক্ষার পরবর্তী সময়সূচি প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমেএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এছাড়া বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) চার ক্যাটাগরির লিখিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, কম্পিউটার অপারেটর, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা ২৭ অক্টোবর তারিখে নির্ধারিত ছিলো। অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হলো।

পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

৪০ ডিগ্রির নিচে নামলো তাপমাত্রা

ঢাকা অফিস: কয়েক ডিগ্রি কমে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে...

কাল থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

ঢাকা অফিস: দেশের সব মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও...

চার জেলায় সড়কে ঝরলো ১১ প্রাণ

দেশের চার জেলা নোয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও গাজীপুরে সড়ক...

ফের বাংলাদেশে ঢুকলো ৪০ বিজিপি সদস্য

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) ৪০ মিয়ানমার নাগরিক ফের বাংলাদেশে...