মাগুরার দুইটি আসনে সাকিবের মনোনয়ন জমা, নেতিবাচক মন্তব্য নেতাদের

মাগুরার দুইটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ বিষয়ে জেলার সর্বত্র চলছে নানা আলোচনা সমালোচনা। তবে বিষয়টি নিয়ে ইতিবাচক কোনো অবস্থানে নেই জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

মাগুরা জেলা আওয়ামী লীগের দলীয় একটি সূত্র থেকে জানা গেছে, এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মাগুরা-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী এমপি জেলা আওায়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য রেডক্রিসেন্ট চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা এ টি এম আব্দুল ওহাব, এস এম শফিকুল ইলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মিরুল ইসলাম দলীয় মনোনয়ন জমা দিয়েছেন।

মাগুরা-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী এমপি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জী, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওহিদুর রহমান টিপু, জেলা আওায়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কবিরুজ্জামান, সাবেক সেনা কর্মকর্তা কাজী শরিফ উদ্দিন, প্রকৌশলী নুরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আইয়ুব বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈকতুজ্জামান, কেন্দ্রীয় আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকেীশলী শেখ নবীব আলী, এ্যাডভোকেট মশিউর রহমান, সাংবাদিক শাহিদুল হাসান খোকন, ফয়জুর রহমান চৌধুরী, আব্বাস আলী কৈরাশী এ ১৪ জন দলীয় মনোনয়ন জমা দিয়েছেন।

সাকিবের মনোনয়ন জমা ও দলীয় মনোনয়নে যোগ্য প্রার্থী প্রাপ্তির প্রত্যাশার জায়গা থেকে কথা বলে আওয়মী লীগ থেকে পাওয়া গেছে নানা মন্তব্য।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ বলেন, জেলায় আমরা রাজনীতির পরিক্ষিত মানুষদেরকেই এমপি হিসাবে দেখতে চাই। হঠাৎ করে কাউকে চাপিয়ে দিলে বিশেষ করে তৃণমুলের নেতাকর্মীদের ভোটের মাঠে বুঝ দেয়া মুশকিল হয়ে পড়ে। তৃণমুলের মানুষ সবসময় যাদের সহজে কাছে পেয়েছেন কিংবা পান সবসময় তাদেরকেই ভোট দিতে পছন্দ করেন এটাই প্রকৃত বাস্তবতা। তবু আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সব সময় শ্রদ্ধাশীল।

মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বলেন, সাকিব আল হাসান ক্রিকেটে ভালো, জেলার রাজনৈতিতে তার কোনো অবস্থান কোনো দিন ছিলো না, এখনো নেই। তিনি কেনো মাগুরা থেকে মনোনয়ন জমা দিলেন তার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। এ কথা বলার কারণ হচ্ছে, জনপ্রতিনিধি হতে গেলে সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত কেউ থাকুক কিংবা না থাকুক অন্তত তাকে জেলার সামাজিক ও মানবিক সেবার ক্ষেত্রে সক্রিয় থাকতে হয়। এই জনপদের মানুষ হিসাবে সাকিব আল হাসানের পক্ষে সেই কথাটা বলার মতো অবস্থা তিনি রাখেননি। তিনি জেলায় লুকিয়ে আসেন লুকিয়ে চলে যান। কেউ তাকে দেখতে তিনি বিরক্ত হন। এমনকি যতো দ্রুত সম্ভব ঈদের নামাজের মাঠ পর্যন্ত পরিত্যাগ করেন। যাতে করে মানুষের সান্নিধ্যে আসতে না হয়। আমার জানা মতে, জেলার সাংবাদিকদের পর্যন্ত এড়িয়ে চলেন। এ ধরনের তারকাদের জন্য রাজনীতি নয়। রাজনীতি করতে হলে জনপ্রতিনিধি হতে গেলে আগে সামাজিকতা শিখতে হবে। রাজনীতির বর্তমান এ চ্যালেঞ্জিং সময়ে অহেতুক আমরা কোনো চাপ নিতে চাই না।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু বলেন, আমাদের জানা মতে সাকিব আল হাসানের জেলার মানুষের সাথে কোন সম্পৃক্ততা নেই। নির্বাচন এলে অনেককেই মনোনয়ন কিনতে দেখছি। কিন্তু আমরা যারা জেলার রাজনীতির সাথে আছি কোনদিনতো সামান্য কুশল বিনিময় করতে দেখি না। দু:সমেয়ে রাজনীতির মাঠে থাকাতো দূরের কথা। এ কারণে আমরা দলীয় ও জনগনের সমর্থনযোগ্যদেরকেই আগামী নির্বাচনে জেলায় মনোনয়ন দেবার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন রাখতে চাই। না হলে সাংগঠনিকভাবে দল অনেক পিছিয়ে যাবে। অতীতে যার তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে।

জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান বলেন, সাকিব দলীয় মনোয়ন চাইছেন। মাগুরা রাজনীতি কিম্বা শ্রেণী পেশার ক’টি মানুষের নাম তিনি বলতে পারবেন সেটা আমাদের জানা নেই। এ কারণে রাজনৈতিক পর্যায়ে শুধু নয়, কোন পর্যায়েই তাকে নিয়ে কোন কৌতুহল নেই।

শহরের চা দোকানী সেন্টু দত্ত বলেন, সাকিব আল হাসান আমাদের মতো দরিদ্র মানুষের কোনো কাজে আসবে বলে তো মনে হয় না। তাহলে এতোদিনে কিছুটা অন্ততপক্ষে বুঝতাম। কারণ শুনেছি তিনি অনেক টাকার মালিক। খেলোয়াড় হিসাবে তিনি আমাদের কাছে অনেক গর্বের। কিন্তু যদি মাশরাফিদের সাথে মিল করেন তাহলে তার পক্ষে বলার মতো জেলার কারো কিছু নেই। আমরা যেমন অছি অনেক ভালো আছি। যারা বর্তমানে এমপি আছেন অনেক ভালো।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

লিটন ঘোষ জয়, মাগুরা: জেলার মহম্মদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায়...

মাগুরায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর

লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি...

মাগুরায় ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

লিটন ঘোষ জয়, মাগুরা: ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে...