যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোরের মণিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের বৈকালী মোড়ে মোটরসাইকেলে বাড়িতে ঢোকার সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে গুলি করে। তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন।

নিহত উদয় শংকর বিশ্বাস পাঁচাকড়ি গ্রামের রণজিত বিশ্বাসের ছেলে। তিনি উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃত বিষয়ের সহকারী অধ্যাপক এবং টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বৈকালী সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে উদয় শংকর বিশ্বাস বাজার করতে টেকারঘাট বাজারে যান। সেখান থেকে তিনি নওয়াপাড়া-কালীবাড়ি সড়ক দিয়ে পাঁচাকড়ি গ্রামের বাড়িতে ফিরছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি বাড়ির সামনে বৈকালী মোড় থেকে কাঁচা রাস্তা দিয়ে বাড়িতে ঢোকার সময় সেখানে অবস্থান নেয়া দুই ব্যক্তি পেছন দিক থেকে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথে তিনি মারা যান। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি বৈকালী মোড়ে তার দোকানের সামনে এসে থামে। তাদের একজনের মাথায় হেলমেট ছিলো। তারা দুইজনে চান খান। চায়ের দাম দিয়ে তারা দোকানের আশপাশে ঘোরাঘুরি করছিলো। সকাল সাড়ে ৭টার দিকে উদয় শংকর বিশ্বাস বাজার থেকে ফিরছিলেন। ওই সময় তাকে পেছন দিক থেকে গুলি করা হয়। গুলির শব্দ শুনে আমরা সেখানে যেতে যেতে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, উদয়কে গুলি করে হত্যা করা হয়েছে। পেছন দিক থেকে তাকে গুলি করা হতে পারে। একটি গুলি তার শরীরে লেগেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্বাআলো/এসএ

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

যশোর সদরের চুড়ামনকাটিতে চেয়ারম্যান প্রার্থী বিপুলের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নে সাধারণ মানুষের...

আবারো যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: যশোরে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র ও...

শঙ্কা বাড়াচ্ছে ডেঙ্গু, একদিনে তিনজনের মৃত্যু

ঢাকা অফিস: চোখ রাঙাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। বছরের...

যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: পুরো এপ্রিলজুড়ে ছিলো তাপপ্রবাহ।‌ টানা তাপপ্রবাহের মধ্যে...