শেখ রাসেলের জন্মদিনে বিনামূল্যে মেট্রোরেলে উঠবে পথশিশুরা, মিলবে খাবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে পথশিশুদের ভ্রমণের ব্যবস্থা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিনামূল্যে পথশিশুদের ট্রেন ভ্রমণ ছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন ছিদ্দিক স্বাক্ষরিত এক সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে আগামী ১৮ অক্টোবর সকাল ১০টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার এতিম/পথশিশুদের আগারগাঁও থেকে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এবং বিপরীতক্রমে মেট্রোরেল ভ্রমণের ব্যবস্থা করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) কোম্পানি লিমিটেড পথশিশুদের মেট্রোরেল ভ্রমণের টিকিটের ব্যয় নির্বাহ করবে। উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে এবং বিপরীতক্রমে পথশিশুদের যাতায়াতের ব্যবস্থা করবে বিআরটিসি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী ডিএমটিসিএল মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করবে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ডিএমটিসিএল-এর পক্ষ হতে ১০০টি টি-শার্ট, ১০০টি ক্যাপ ও প্রয়োজনীয় সংখ্যক প্ল্যাকার্ড সরবরাহ করা হবে। ভ্রমণ শেষে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে প্রত্যাবর্তনের সময় পথশিশুদের দুপুরের খাবারের প্যাকেট দেয়া হবে।

স্বাআলো/এসএস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

খুলনাসহ ৪ বিভাগে হিট অ্যালার্ট জারি

ঢাকা অফিস: সারাদেশে কয়েক দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।...

জানতাম না এত বড় দায়িত্ব নিতে হবে: শেখ হাসিনা

ঢাকা অফিস: আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী...

যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের অর্থনীতি পাল্টে...

বাংলাদেশের গণতন্ত্র প্রধানমন্ত্রীর হাতেই সুরক্ষিত: খাদ্যমন্ত্রী

ঢাকা অফিস: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা...