তৃতীয় ধাপের নির্বাচনে যশোরের তিন উপজেলায় ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক: যশোরে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আগামী ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

তৃতীয় ধাপের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান, তৃতীয় ধাপে অভয়নগর, বাঘারপাড়া ও সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সদরে চেয়ারম্যান পদে মনোয়নয়ন জমা দিয়েছেন আনোয়ার হোসেন বিপুল, ফাতেমা আনোয়ার, তৌহিদ চাকলাদার, শফিকুল ইসলাম জুয়েল, শাহারুল ইসলাম, মোহিত কুমার নাথ, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন শেখ জাহিদুর রহমান, শাহজাহান কবীর শিপলু, কামাল খাঁন, মনিরুজ্জামান ও সুলতান মাহমুদ বিপুল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বাশিনুর নাহার ঝুমুর, শিল্পী খাতুন ও জ্যোৎস্না আরা মিলি।

অভয়নগরে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন রবিন অধিকারী, শেখ আবরারুল হক ও সরদার অলিয়ার রহমান। ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন আখতারুজ্জামান তারু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ডা. সাফিয়া খানম, মিনারা পারভীন ও লায়লা খাতুন।

বাঘারপাড়ায় চেয়ারম্যান পদে জমা দিয়েছেন এফএম আশরাফুল কবির, আব্দুর রউফ, মাসুম রেজা, সেলিম রেজা, হাসান আলী ও রাজীব কুমার রায়। ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন এনায়েত হোসেন লিটন, আসাদুজ্জামান, গোলাম ছরোয়ার, জয়নাল আবেদীন, তাওহিদুর রহমান, নাজমুল হুসাইন ও শাহজালাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বিথীকা বিশ্বাস, মিসেস দিলারা জামান, রেক্সনা খাতুন ও শামছুন্নাহার।

স্বাআলো/এস

Share post:

সাবস্ক্রাইব

spot_imgspot_imgspot_imgspot_img

সর্বাধিক পঠিত

আপনার জন্য প্রস্তাবিত
Related

বাগেরহাটে পোলেরহাট বাজারে অগ্নিকান্ড, ১২ টি দোকান পুড়ে ছাই

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈব্যজ্ঞ্যহাটি পোলের হাট...

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নে পথসভা করেছেন...

চুয়াডাঙ্গার কাঠপট্টিতে অগ্নিসংযোগ, মূল আসামি সোনা আটক

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন...

নির্বাচনে প্রার্থী যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করে ছাড় দেয়া হবে না: যশোরে ইসি হাবিব

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান...